রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 5 টি বড় আলু
  2. 1 টি বড় পেঁয়াজ কুচি
  3. 5 (6 টি)কাঁচা লঙ্কা কুচি
  4. 250 গ্রামব্রেড ক্রাম্ব
  5. 1 টিডিম
  6. 70 গ্রামচিজ
  7. 500 গ্রামসাদা তেল
  8. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলো ধুয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এরপর আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে।

  3. 3

    গ্রেট করা আলু, পেঁয়াজ কুচি, লংকা কুচি, নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে মাঝখানে চিজ দিয়ে ডিম্বাকৃতি করে নিতে হবে।

  4. 4

    একটি বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে। একটি থালায় ব্রেড ক্রামস ছড়িয়ে রাখতে হবে।

  5. 5

    এবার কড়াইয়ে তেল দিয়ে গরম করতে হবে।
    এদিকে একটি করে চপ নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামস লাগিয়ে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে।

  6. 6

    তৈরি আলুর চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes