আলুর চপ(aloor chop recipe in Bengali)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

#উইন্টারস্ন্যাক্স
সন্ধার টিফিনে যদি এরকম গরম গরম আলুর চপ পাওয়া যায় একদম জমে যাবে

আলুর চপ(aloor chop recipe in Bengali)

#উইন্টারস্ন্যাক্স
সন্ধার টিফিনে যদি এরকম গরম গরম আলুর চপ পাওয়া যায় একদম জমে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩টেআলু
  2. ১টা পেঁয়াজ কুচি
  3. ১/২চা চামচআদা কুচি
  4. ১চা চামচরসুন কুচি
  5. ২টোশুকনো লঙ্কা
  6. ২চা চামচধনেপাতা কুচি
  7. ১চা চামচভাজা জিরের গুঁড়ো
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  9. স্বাদমতো লঙ্কা গুঁড়ো
  10. ১কাপবেসন
  11. ১ চিমটিখাবার সোডা
  12. প্রয়োজনমতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু সিদ্ধ করে ভালো ভাবে মিশিয়ে নেব। এবার একে একে ওর মধ্যে শুকনো লংকা (অল্প তেলে ভেজে নেওয়া), নুন,আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, ভাজা জিরের গুড়ো,অল্প হলুদ গুড়ো সব দিয়ে মেখে নেব।

  2. 2

    কড়াইতে অল্প তেল গরম করে পেয়াজ কুচি দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হলে ওর মধ্যে আলুর মিশ্রণ টা দিয়ে নাড়তে থাকব শুকনো হওয়া অবধি।

  3. 3

    এবার ঠান্ডা হলে গোল চপের আকারে গড়ে নেব। বাটিতে বেসন,অল্প হলুদ গুড়ো, অল্প লংকার গুড়ো,খাবার সোডা,নুন, জল সব মিশিয়ে একটা ব্যাটার করে নেব। খুব ঘন হবে না আবার পাতলাও না।

  4. 4

    গড়ে রাখা চপগুলো বেসনে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

Similar Recipes