মুড়ি ঘন্ট (Muri ghonto recipe in Bengali)

Alpana Saha
Alpana Saha @cook_1955

#Kasturee'sKitchen
#চালের রেসিপি

মুড়ি ঘন্ট (Muri ghonto recipe in Bengali)

#Kasturee'sKitchen
#চালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘণ্টা
৩ জন
  1. ৩ মুঠো গোবিন্দ ভোগ চল
  2. ১ টা বড় কাতলা মাছের মাথা
  3. ১ টা বড় পেঁয়াজ কুচি
  4. ১/২ চা চামচ রসুন বাটা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ টা টমেটো কুচি
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
  10. ১ টেবিল চামচ ঘি
  11. ১ টেবিল চামচসর্ষে তেল
  12. পরিমাণ মতনুন
  13. ২ টো তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘণ্টা
  1. 1

    গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা

  2. 2

    মাছের মাথা তেলে ভেজে নিন ভাল করে।এবং ভেঙে দিন।

  3. 3

    চাল টা জল ঝরিয়ে অল্প তেলে ভেজে নিন।

  4. 4

    এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিন।পেঁয়াজ,আদা,রসুন বাটা দিয়ে ভাজুন।টমেটো কুচি দিন।ভালো করে মিশিয়ে লঙ্কা গুঁড়ো,হলুদ দিন।অল্প জল দিয়ে কষুন।

  5. 5

    এবার ভাজা চাল দিয়ে দিন,আরো ভালো করে কশুন,নুন দিন।এবার মাছের মাথা দিয়ে মিশিয়ে নিন।গরম জল দিন পরিমাণ মত,যাতে চাল সেদ্ধ হয়।

  6. 6

    চাপা দিন,চাল সেদ্ধ হয়ে গেলে ও জল শুকিয়ে গেলে ঘি,গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Alpana Saha
Alpana Saha @cook_1955

Similar Recipes