মুড়ি ঘন্ট (muri ghonto recipe in Bengali)

Sarmistha Saha
Sarmistha Saha @cook_23312938

মুড়ি ঘন্ট (muri ghonto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
1 জনের জন্য
  1. ১ টামাছের মাথা
  2. ১০০ গ্ৰাম গোবিন্দ ভোগ চাল
  3. ১ টা টমেটো
  4. ১ টি বড়ো আলু
  5. ২-৩ টি কাঁচালঙ্কা
  6. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  7. ২ চা চামচ জিরা গুঁড়া
  8. ১ চা চামচলঙ্কা গুঁড়া
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়া
  10. স্বাদ অনুযায়ীনুন ও মিষ্টি
  11. ১/২ চা চামচগরম মসলা গুঁড়া
  12. ফোঁড়নের জন্য
  13. ১ চা চামচসাদা জিরে
  14. ২টিতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করে তাতে মাছের মাথা ভেজে নিয়ে তুলে রাখুন

  2. 2

    এবার ওই তেলে ছোট করে কাটা আলু লাল করে ভেজে তুলে নিন

  3. 3

    চাল ধুয়ে ঝরিয়ে নিন ও তেলে ভেজে নিয়ে তুলে রাখুন

  4. 4

    কড়াইতে তেল গরম করে তাতে সাদা জিরে ও তেজপাতা ফোড়ন দিন ও কুচি করা টমেটো তেলে দিয়ে হালকা ভাজুন

  5. 5

    ইতিমধ্যে জিরে গুঁড়া, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা ও নুনের সাথে জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন ও তেলে দিয়ে কষাতে থাকুন।

  6. 6

    মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু, মাছের মাথা, ভাজা চাল দিয়ে নাড়িয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে জল দিয়ে ঢাকা দিয়ে দিন ১৫ মিনিট মতো। জল ও চালের তল যেন সমান সমান থাকে।

  7. 7

    জল টেনে চাল সিদ্ধ হয়ে গেলে সামান্য মিষ্টি ও গরম মসলা দিয়ে নাড়ুন যাতে মাছের মাথাটা ভাঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmistha Saha
Sarmistha Saha @cook_23312938

Similar Recipes