স্যাঁকা পরোটা আর চিকেন কারি (Saka porota and chicken curry recipe in Bengali)

সুতপা দত্ত
সুতপা দত্ত @sutapa_121983

রাতের ডিনার ছিল। দারুন খেলাম

স্যাঁকা পরোটা আর চিকেন কারি (Saka porota and chicken curry recipe in Bengali)

রাতের ডিনার ছিল। দারুন খেলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭০০গ্রামময়দা
  2. ১ কেজিচিকেন
  3. ২টো পিঁয়াজ বাটা
  4. ৮/৯ কোয়ারসুন বাটা
  5. ২০/গ্রাম আদা বাটা
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ জিরা গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীলবণ
  9. ২ চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  10. ১চা চামচগোল মরিচ গুঁড়ো
  11. ২চা চামচপাতিলেবুর রস
  12. ৫ চা চামচ ধনেপাতা কুচি
  13. ১০০গ্রামসাদা তেল
  14. ১০০গ্রামসরষে তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়ান দিয়ে ময়দা মেখে ওপরে সাদা তেল ছরিয়ে ঢেকে রাখতে হবে ২/৩ ঘন্টা।

  2. 2

    চিকেন ভালো করে ধুয়ে নিতে হবে এর পর ওর মধ্যে পিঁয়াজ রসুন আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ, পরিমাণমতো লবণ,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোল মরিচ গুঁড়া, লেবুর রস, ধনেপাতা কুচি একটু চিনি আর সরষে তেল পরিমাণমতো দিয়ে মেখে রাখতে হবে ৩০ মিনিট এরপর কড়াইতে তেল দিয়ে চিকেন ম্যারিনেট টা কড়াইতে দিয়ে কষাতে হবে এর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ১০/১৫ মিনিট । এরপর ঢাকনা খুলে নারতে নারতে চিকেন সিদ্ধ হয়ে এলে আর তেল ওপরে উঠে আসলে চিকেন কারি রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা দত্ত

Similar Recipes