অমৃৎসরি চিকেন স্টাফড স্পাইরাল পরোটা(Amritsary chicken stuffed spiral porota recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#GA4
#Week1
গোল্ডেন এপ্রোন প্রতিযোগিতার প্রথম সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি পাঞ্জাবি এবং পরোটা দুটো বিষয় বেছে নিয়েছি আর সেটা দিয়ে তৈরি করেছি অমৃৎসারি চিকেন স্টাফড স্পাইরাল পরোটা।

অমৃৎসরি চিকেন স্টাফড স্পাইরাল পরোটা(Amritsary chicken stuffed spiral porota recipe in Bengali)

#GA4
#Week1
গোল্ডেন এপ্রোন প্রতিযোগিতার প্রথম সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি পাঞ্জাবি এবং পরোটা দুটো বিষয় বেছে নিয়েছি আর সেটা দিয়ে তৈরি করেছি অমৃৎসারি চিকেন স্টাফড স্পাইরাল পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রাম চিকেন
  2. ২ টো পেঁয়াজ কুচি
  3. ১ টেবিল চামচ রসুন বাটা
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ১ চা চামচ জিরে গুঁড়ো ভাজা
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচ কসুরি মেথি
  8. ১ চা চামচ ধনেপাতা কুচি
  9. ১ টেবিল চামচ ঘি
  10. ২ টেবিল চামচ বাটার/মাখন
  11. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. পরিমাণ অনুযায়ীহলুদ গুঁড়ো
  13. পরিমাণ মতন সাদা তেল
  14. ২ টো টমেটো বাটা
  15. ১ চা চামচ গোল মরিচের গুঁড়ো
  16. ২ কাপ ময়দা
  17. ১/২ কাপ দই
  18. ১ চা চামচ বেকিং পাউডার
  19. পরিমান মত সাদা তেল মাখার জন্য
  20. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আমি বোনলেস চিকেন গুলোকে ধুয়ে খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি।

  2. 2

    এবার চিকেনগুলোকে লবণ, আদা রসুন বাটা,লঙ্কার গুঁড়ো, ধনেরগুড়ো, জিরের গুঁড়ো,দই, গোল মরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি।

  3. 3

    এবার ম্যারিনেট করা চিকেন গুলোকে তাওয়ার মধ্যে অল্প পরিমাণ বাটার দিয়ে একটু টিক্কার মতন করে নিয়েছি।

  4. 4

    আরেকটা প্যানে ঘি দিয়ে কুচি করা পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। ওই পিয়াজের মধ্যে আদা রসুন বাটা,ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, টমেটো পেস্ট,লঙ্কার গুঁড়ো ও লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।

  5. 5

    এবার কষানো মসলার মধ্যেই চিকেন গুলোকে দিয়ে আর একটু জল দিয়ে খানিকক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়েছি।

  6. 6

    এবার চিকেন প্রায় শুকিয়ে এলে তার মধ্যে কসুরি মেথি,ধনেপাতা কুচি,গরম মসলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে অনেকটা ড্রাই করে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি।

  7. 7

    এবার ময়দা তেল,দই,বেকিং পাউডার,লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে আধঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি।

  8. 8

    ময়দা থেকে লেচি কেটে গোল গোল করে পাঁচটা রুটির মতো বেলে নিয়েছি।

  9. 9

    ছবিতে যেভাবে দেখানো হয়েছে ওরম ভাবে পরপর রুটি গুলোকে রেখে সাইডগুলোকে কেটে নিয়েছি।

  10. 10

    আর প্রতিটা রুটির মাঝখানে ময়দা দিয়ে আটকে দিয়েছি। প্রথমে তিনটে কে একসঙ্গে জুড়েছি তারপর আলাদা করে আরো দুটোকে জুড়েছি।

  11. 11

    এবার ছবিতে যেভাবে দেখানো আছে সেভাবে চিকেনের পুরটাকে দিয়ে মুরিয়ে জল দিয়ে মুখ আটকে দিয়েছি।

  12. 12

    মুখটা জল দিয়ে আটকে দেওয়ার পর স্পাইরাল এর মত শেপ দিয়ে নিয়েছি।

  13. 13

    এবার প্যানে সাদা তেল নিয়ে একদম কম আঁচে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে অমৃৎসারি চিকেন স্টাফ স্পাইরাল পরোটা। শুধু বা সস সহযোগে ও খাওয়া যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes