মাছের তেলের বড়া(Macher teler bora recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

দারুণ মুখরোচক ও মচমচে এই মাছের তেলের বড়া. শুকনো ভাতে ডালের পাতে বা এমনিও শুধুমুখে দারুণ

মাছের তেলের বড়া(Macher teler bora recipe in bengali)

দারুণ মুখরোচক ও মচমচে এই মাছের তেলের বড়া. শুকনো ভাতে ডালের পাতে বা এমনিও শুধুমুখে দারুণ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৭ জন
  1. ২৫০ গ্রাম একদম বড় পাকা মাছের তেল (পিস্ করে কেটে ১৪ পিস্ করেছি)
  2. ১০০ গ্রাম মুসুর ডাল ১৫ মিনিট ভিজিয়ে আধ বাটা
  3. ১ টা বড় পেঁয়াজ মিহি কুচানো
  4. ৫/৬ টা কাঁচালঙ্কা কুচি
  5. ১ চা চামচ আদা কুচি
  6. ৬/৭ কোয়া রসুন কুচি
  7. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  8. ১ চা চামচ আদা পেস্ট
  9. ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  10. ২ টেবিল চামচ ময়দা
  11. ২ টেবিল চামচ চালের গুঁড়ো
  12. স্বাদ মতো লবণ
  13. পরিমাণ মতোভাজার জন্য তেল
  14. ১/৪ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে তেল ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন এবার মনের মতো পিস্ করে কেটে নিন,ডাল আধ বাটা করে বেটে রাখুন বাকি সরঞ্জাম হাতের কাছে রেডি করুন এবার একটা বড় পাত্রে তেলের কাটা পিস্ গুলো নিয়ে তার মধ্যে ডাল বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি আদা পেস্ট ধনেপাতা কুচি লঙ্কা গুঁড়ো সব দিন

  2. 2

    এবার পরিমাণ মতো নুন চালের গুঁড়ো ময়দা কর্ণফ্লাওয়ার দিন, চাইলে ১/৪ চা চামচ খাবার সোডা দিতে পারেন

  3. 3

    এবার সবকিছু হালকা ভাবে মেখে নিন. কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বড়া ছাড়ুন, হায় আঁচে দু পিঠ বেশ লালচে ও কড়া করে ভেজে গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes