ভাপা দই (bhapa doi recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#CelebratewithMilkmaid
#cookpad
গরমে টকদই খেতে কার না ভালো লাগে। দই এর লস্যি, ঘোল মন-প্রাণ দুটোকেই শান্তি দেয়।শেষপাতে শসা কুচি সহ টকদই সেটাও দারুন লাগে। এখন ফ্রিজে মোটামুটি সব সময় টকদই থাকে। নববর্ষের দিনে তাই ভাবলাম এটাকে ব্যবহার করে একটা মিষ্টি বানানো যাক।প্রথমবার বানালাম, ভালোই লাগল। দইয়ের সঙ্গে মাটির ভাড়ের গন্ধটা ভালো লাগে, তাই মাটির ভাঁড়ে করে ফ্রিজে রেখে ছিলাম।

ভাপা দই (bhapa doi recipe in Bengali)

#CelebratewithMilkmaid
#cookpad
গরমে টকদই খেতে কার না ভালো লাগে। দই এর লস্যি, ঘোল মন-প্রাণ দুটোকেই শান্তি দেয়।শেষপাতে শসা কুচি সহ টকদই সেটাও দারুন লাগে। এখন ফ্রিজে মোটামুটি সব সময় টকদই থাকে। নববর্ষের দিনে তাই ভাবলাম এটাকে ব্যবহার করে একটা মিষ্টি বানানো যাক।প্রথমবার বানালাম, ভালোই লাগল। দইয়ের সঙ্গে মাটির ভাড়ের গন্ধটা ভালো লাগে, তাই মাটির ভাঁড়ে করে ফ্রিজে রেখে ছিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১'৫ ঘন্টা
দুজনের জন্য
  1. ৪০০গ্রাম টক দই
  2. ২০০গ্রাম মিল্ক মেইড
  3. পরিমাণ মত জাফরান
  4. প্রয়োজন অনুযায়ী পেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১'৫ ঘন্টা
  1. 1

    প্রস্তুত প্রণালীঃ আমি ৪০০ গ্রাম টক দই কে পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ঝুলিয়ে রেখেছে যাতে পুরো জল ঝরে যায়। মোটামুটি এক ঘণ্টার মধ্যেই তৈরি জল ঝরানো টক দই। এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে ২০০ গ্রাম মিল্ক মেড। দু'চামচ উষ্ণ দুধে মধ্যে গুলে নেয়াকে কেশর এবার মিশিয়ে দিলাম। এবার পুরো মিশ্রণটা কে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এবার যে পাত্রের মধ্যে আমি দই বসাবো তাতে ভালো করে তেল বা ঘি লাগিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েককুচি পেস্তা বাদাম। এবার দইয়ের মিশ্রণ বাটিতে ঢেলে দিয়ে, ১০ থেকে ১৫ মিনিট ভাপে বসালেই তৈরি ভাপা দই। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদেরকেও বলব একবার একবার বানিয়ে খেতে।আশা করি নিরাশ হবেন না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

মন্তব্যগুলি (6)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496
ইনফরমেশন টি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Similar Recipes