লাউ চিংড়ি (Lau chingri recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

আমার নিজের ভালো লাগে এই পদটি, অবশ্যই মায়ের হাতের তৈরী। আজ নিজেই বানালাম। কারণ এই পরিস্থিতি‌তে মা বাবা‌র কাছে যাওয়া সম্ভব নয়। তাই নিজের মন ভালো রাখতে‌ই এই উদ্যোগ।

লাউ চিংড়ি (Lau chingri recipe in bengali)

আমার নিজের ভালো লাগে এই পদটি, অবশ্যই মায়ের হাতের তৈরী। আজ নিজেই বানালাম। কারণ এই পরিস্থিতি‌তে মা বাবা‌র কাছে যাওয়া সম্ভব নয়। তাই নিজের মন ভালো রাখতে‌ই এই উদ্যোগ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬ জনের জন্য
  1. ১টিলাউ
  2. ২৫০গ্রামচিংড়ি
  3. ৪চা চামচ সাদা তেল
  4. ২চাসর্ষের তেল
  5. ২টিকাঁচালঙ্কা
  6. ১/২চা চামচগোটা জিরে
  7. ১চা চামচময়দা
  8. ১চা চামচচিনি
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ১চিমটিহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ফ্রাইপ‍্যান এ সর্ষের তেল দিয়ে নুন ও হলুদ মাখা চিংড়ি দিয়ে হালকা করে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে। অন্য একটি বড় কড়াইতে সাদা তেল দিয়ে জিরে ও কাঁঁচা লঙ্কা ফোড়ন দিলাম।

  2. 2

    লাউ দিয়ে নুন দিলাম। সমস্ত‌টা নেড়ে ঢাকা দিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিলাম। ক্রমে লাউয়ের জল কমে এলে এক চামচ ময়দা ছড়িয়ে দিয়ে তরকারি‌টা আবার ভালো করে নেড়ে নিয়ে, তেল সহ ভাজা চিংড়ি দিয়ে দিলাম।

  3. 3

    সমস্ত‌টা খুব ভালো করে মিশিয়ে চিনি দিলাম। তারপর গ‍্যাস অফ্ করে কিছু‌ক্ষণ রেখে নির্দিষ্ট পাত্রে তুলে নিলাম। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে লাউ চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Top Search in

Similar Recipes