আলুর দম (Aloor dum recipe in Bengali)

Chaitali Kundu Kamal
Chaitali Kundu Kamal @chaitali_kamal
Navi Mumbai

আলুর দম (Aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
3জন
  1. 300 গ্রাম ছোট আলু
  2. 1 চা চামচকসুরি মেথি
  3. 2 টোপেঁয়াজ কুচি
  4. 1/2 চা চামচআদা, রুসুন বাটা
  5. 1 টাটমেটো
  6. 1 টাএলাচ, কাট, লবঙ্গ,3টা গোলমরিচ,2টা তেজপাতা,1চা চামচ জিরে
  7. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 6-7 টাকাজু বাদাম
  10. 1 চা চামচঘি
  11. 1/2 চা চামচচিনি
  12. স্বাদ মতনুন
  13. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    প্রথমে ছোটো আলু গুলো সেদ্ধ করে নিতে হবে নুন দিয়েএবার আলু গুলো ছাল ছাড়িয়ে নিতে হবে । তারপর শুকনো কড়াইতে এলাচ, কাট, লবঙ্গ, গোলমরিচ, জিরে, কাসুরি মেথি ভেজে গুঁড়ো করে নিতে হবে।

  2. 2
  3. 3

    তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে কাজু বাদাম, রুসুন, আদা,লঙ্কা টমেটো হালকা ভেজে মিক্সিতে পিষে নিতে হবে।

  4. 4

    তারপর কড়াইতে তেল গরম করে চিনি তেজপাতা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পিঁয়াজ কুঁচনো দিয়ে নেড়ে সেদ্ধ আলু দিয়ে কিছু সময় ভেজে নিতে হবে। যখন আলু আর পিঁয়াজ কষা হয়ে আসবে তখন সামান্য কাসুরি মেথি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নিতে হবে।

  5. 5

    তারপর পিষে রাখা বাটা মশালা দিয়ে সামান্য জল দিয়ে আরে কিছু সময় কষে নিতে হবে। কষা হয়ে এলে গুঁড়ো করে রাখা গরম মশালা দিয়ে নেড়ে পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। যখন মাখা মাখা হয়ে আসবে তখন ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    তৌরি হয়ে যাবে আলুর দম।পরিবেশন করুন আলুর দম রুটি পোলাও লুচি পরাঠা সাথে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chaitali Kundu Kamal
Chaitali Kundu Kamal @chaitali_kamal
Navi Mumbai

Similar Recipes