চিকেন বিরিয়ানি (chicken biriyani recipe in Bengali)

Mahuya Dutta
Mahuya Dutta @cookmou1310

#মা২০২১

মায়ের হাতের সব খাবারই খুবই প্রিয় আলাদা করে বলাটা খুবই মুশকিল কিন্তু তারই মধ্যে কিছু খাবার আছে যার স্বাদ অতুলনীয়

চিকেন বিরিয়ানি (chicken biriyani recipe in Bengali)

#মা২০২১

মায়ের হাতের সব খাবারই খুবই প্রিয় আলাদা করে বলাটা খুবই মুশকিল কিন্তু তারই মধ্যে কিছু খাবার আছে যার স্বাদ অতুলনীয়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘণ্টা ৩০মিনিট
৬ জন
  1. ১.৫ কেজিচিকেন
  2. ১ কেজিবিরিয়ানি রাইস
  3. ১০০গ্রামআদা বাটা
  4. ১০০গ্রামরসুন বাটা
  5. ৭৫গ্রামগোটা গরম মশলা
  6. ২ টোপেঁয়াজ ভাজা বেরেস্তা
  7. ৮পিসআলু কাটা
  8. ১বাটিদুধ ও জাফরান মেশানো
  9. স্বাদমতোলবণ
  10. প্রয়োজনমতোঘি
  11. ২৫০গ্রামরিফাইন তেল
  12. ৫চা চামচগুঁড়ো গরম মশলা
  13. ৪চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

২ ঘণ্টা ৩০মিনিট
  1. 1

    প্রথমে বিরিয়ানি রাইস ঘন্টাদুয়েক ভিজিয়ে রেখেছি এবং চিকেন,দই,আদা বাটা, রসুন বাটা,লঙ্কাগুঁড়ো, সরষের তেল দিয়ে মেখে দু'ঘণ্টা ম্যারিনেট করেছি.
    এরপর আলু বিরিয়ানির আকারে কেটে নিয়ে নুন ও জাফরান দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর করাইতে সরষের তেল গরম করে আলু ভেজে তুলে নিয়েছি, কেটে রাখা পেঁয়াজ বেরেস্তার জন্য করকরে করে ভেজে নিয়েছি।

  2. 2

    হাঁড়িতে জল গরম হলে গোটা গরম মসলা দিয়ে ভিজিয়ে রাখা বিরিয়ানি রাইস বানিয়ে নিয়েছি।

  3. 3

    কড়াইতে সরষের তেল গরম করে গোটা গরম মসলা ফরণ দিয়ে ম্যারিনেট করে রাখার চিকেন খুব ভালো করে কষিয়ে তৈরি করে নিয়েছি।

  4. 4

    এরপর হাঁড়িতে বিরিয়ানি দম লাগানোর আগে হালকা গরম করে রিফাইন তেল ও ঘি মাখিয়ে নিয়েছি চারিদিকে।
    এরপর একে একে আলু,মাংস দিয়ে তার ওপর বিরিয়ানির রাইস,বিরিয়ানি মসলা, দুধ ও জাফরানের মিশ্রণ দিয়ে তিনবারে ভাগ করে নিয়েছি। ওপরে বেরেস্তার পেঁয়াজ ছড়িয়ে দমে দিয়েছি। একঘন্টা দমে রেখে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahuya Dutta
Mahuya Dutta @cookmou1310

মন্তব্যগুলি

Similar Recipes