রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 -15 মিনিট
দুইজন
  1. ১টি বড় মাপের আলু
  2. ২ টেবিল চামচ টমেটো সস
  3. পরিমাণ মতোসামান্য পেঁয়াজ টমেটো ক্যাপ্সিকাম লম্বা করে কাটা
  4. স্বাদমতোলবণ
  5. স্বাদ অনুযায়ীসামান্য চিলি ফ্লেক্স আর অরিগানো
  6. 1 চা চামচতেল
  7. 1 টি ডিম

রান্নার নির্দেশ সমূহ

10 -15 মিনিট
  1. 1

    প্রথমে আলুর খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে।

  2. 2

    এবার এই ঘষে নেওয়া আলু জলে ভালো করে ধুয়ে নিতে হবে এবং লবণ মাখিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে এবং এর পরে জল সম্পূর্ণ চিপে ফেলে দিতে হবে।

  3. 3

    এরপরে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে ঘষে রাখা আলু প্যান এর মধ্যে ছড়িয়ে দিতে হবে ন
    পিজার মতো করে।

  4. 4

    উপর থেকে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া ছড়িয়ে একদম কম আঁচে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।

  5. 5

    এরপরে আলুর উপরে টমেটো সস ছড়িয়ে দিয়ে একটা ডিম ফাটিয়ে দিতে হবে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে উপর থেকে টমেটো, পেঁয়াজ, ক্যাপ্সিকাম সাজিয়ে তার ওপরে চিজ ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    এর উপর দিয়ে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কম আছে দুই থেকে তিন মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে আলুর পিজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupam Saha (Visit My YouTube Channel - Rupam's World Of Happiness https://www.youtube.com/channel/UCxGxiKlVR8zvL9H9a8V6Npw?app=desktop )

Similar Recipes