কিমার দ‌ইবড়া (Keemar doi Vada recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#ঠাকুরবাড়ির২০২১
পূর্ণিমা ঠাকুরের সংকলন ঠাকুরবাড়ির রান্না গ্রন্থ থেকে সংগৃহীত এই বিশেষ রেসিপিটি।

কিমার দ‌ইবড়া (Keemar doi Vada recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
পূর্ণিমা ঠাকুরের সংকলন ঠাকুরবাড়ির রান্না গ্রন্থ থেকে সংগৃহীত এই বিশেষ রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জন
  1. ২০০গ্রামবোনলেস চিকেন
  2. ১টা বড় সেদ্ধ আলু
  3. ২০০গ্রামটকদই
  4. ১ টাপেঁয়াজ (ফাইন কুচি করা)
  5. ১ টাপেঁয়াজ
  6. ৫-৬কোয়ারসুন
  7. ২ টোকাঁচালঙ্কা (কুচি করা)
  8. ১/২চা চামচশাহী গরম মশলা
  9. ১.৫ চা চামচ ভাজা মশলা
  10. ১ চা চামচআদা-শুকনো লঙ্কা বাটা
  11. ২চা চামচপুদিনার চাটনি
  12. ২চা চামচতেতুলের চাটনি
  13. ১ চা চামচপাতিলেবুর রস
  14. স্বাদ মতলবণ
  15. ১চা চামচচিনি
  16. ১ টাডিম
  17. ১ টেবিল চামচ ঘি
  18. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    চিকেন ধুয়ে, পেঁয়াজ, ১চা চামচ ভাজামশলা, ১চামচ পাতিলেবুর রস, রসুন মিক্সার জারে দিয়ে কোর্স পেস্ট করে নিতে হবে। প‍্যানে ঘি গরম করে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে একটু ব্রাউন করে ভাজতে হবে।

  2. 2

    কিমার পেস্ট দিয়ে ভালোকরে নেড়ে আদা-শুকনোলঙ্কা বাটা, পুদিনার চাটনি, লবণ, ১/২ চামচ চিনি দিয়ে ভালো করে মেশাতে হবে।

  3. 3

    শাহী গরমমশলা দিয়ে মিশিয়ে একটা গ্রিসড প্লেটে কিমা নামিয়ে একটু ঠান্ডা করতে হবে।

  4. 4

    টকদই, ভাজামশলা, লবণ, চিনি দিয়ে ফেটিয়ে ফ্রিজে রেখে দিতে হবে।

  5. 5

    আলু ম‍্যাশ করে, ডিমের অর্ধেক গোলা কিমার মধ‍্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু ঘি লাগিয়ে গোল গোল বল গড়ে নিতে হবে।

  6. 6

    কড়াইয়ে সাদাতেল গরম করে কিমার বড়া গুলো ডিপফ্রাই করে পেপার ন‍্যাপকিনে সোক করে নিতে হবে। এবার সার্ভিং ব‌উলে তিনটে করে বড়া সাজাতে হবে।

  7. 7

    বড়ার উপরে ঠান্ডা দ‌ইয়ের মিশ্রণ, তেতুলের চাটনি, পুদিনার চাটনি দিয়ে ঝুড়িভাজা ছড়িয়ে পরিবেশন করতে হবে কিমার দ‌ইবড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes