মাংসের কিমার দই বড়া (Mangsher keemar doi vada recipe in Bengali)

Swarnava Halder
Swarnava Halder @cook_25827232

ঠাকুরবাড়ির অত্যন্ত জনপ্রিয় পদ.. বাঙালি মাত্রই সাহিত্য এবং সঙ্গীত এর পাশাপাশি খাওয়া-দাওয়া তেও রাবীন্দ্রিকতার ছাপ থাকবে সেটাই স্বাভাবিক লাগছে
#ঠাকুরবাড়ির২০২১

মাংসের কিমার দই বড়া (Mangsher keemar doi vada recipe in Bengali)

ঠাকুরবাড়ির অত্যন্ত জনপ্রিয় পদ.. বাঙালি মাত্রই সাহিত্য এবং সঙ্গীত এর পাশাপাশি খাওয়া-দাওয়া তেও রাবীন্দ্রিকতার ছাপ থাকবে সেটাই স্বাভাবিক লাগছে
#ঠাকুরবাড়ির২০২১

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
6 জন
  1. 700 গ্রামখাসির মাংসের কিমা
  2. 140 গ্রামমিহি করে কুচনো পিয়াজ
  3. 9 টি কাঁচালঙ্কা কুচি
  4. 2 টিডিম
  5. 200 গ্রামসিদ্ধ করা আলু
  6. 2 চা চামচশাহী গরম মশলাগুঁড়ো
  7. 1 চা চামচভাজা মসলা
  8. 1 চা চামচচাট মসলা
  9. 350 গ্রামফেটিয়ে নেওয়া টক দই
  10. 2টেবিল চামচ তেঁতুলের চাটনি
  11. 2টেবিল চামচ টমেটো সস
  12. 30 গ্রামঝুরিভাজা
  13. 2টেবিল চামচ পুদিনা পাতা কুচি
  14. 2টেবিল চামচ ধনে পাতা কুচি
  15. 1টেবিল চামচ চিনি
  16. স্বাদমত লবণ
  17. 2 কাপসাদা তেল
  18. 1টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    সাদা তেল গরম করতে দিয়ে তাতে মিহি করে কুচিয়ে নেওয়া পিয়াজ দিয়ে 5 মিনিট ভাজতে হবে যাতে সোনালী রং আসে

  2. 2

    এবার এতে কুচিয়ে রাখা কাঁচালংকা এর অর্ধেক দিয়ে দিতে হবে এবং নাড়তে হবে

  3. 3

    2 মিনিট পর এতে জল ঝরিয়ে রাখা মাংসের কিমা দিয়ে 5 মিনিট নেড়ে লবণ,শাহী গরম মশলাগুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে আঁচ মাঝারি রেখে আরো 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে

  4. 4

    কিমা ভালো ভাবে রান্না ও সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মিক্সি তে মিহি করে বেটে নিতে হবে

  5. 5

    এবার বেটে নেওয়া কিমা এর সাথে চটকে নেওয়া আলু সিদ্ধ, কিছুটা পিঁয়াজকুচি, বাকি কাঁচালঙ্কা, লবণ ও ফেটিয়ে নেওয়া ডিম দিয়ে ভালো করে মিশিয়ে ও মেখে বড়া এর আকারে গড়ে নিতে হবে

  6. 6

    এবার ওই বড়াগুলো ডুবো তেলে কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে বাদামি রং আসা পর্যন্ত

  7. 7

    অন্য পাত্রে ফেটিয়ে নেয়া টক দই, পুদিনা পাতা কুচি, ভাজা মসলা, চাট মসলা, লবণ, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে ঠান্ডা করে নিতে হবে

  8. 8

    এবার সার্ভ করার পাত্রে গরম বড়াগুলি সাজিয়ে ওপর থেকে অল্প ঘি ছড়িয়ে তার উপর দই এর মিশ্রণ ঢেলে ঢেকে দিয়ে উপর থেকে একে একে তেঁতুলের চাটনি,টমেটো সস,পুদিনাপাতা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, ঝুরিভাজা,চাট মসলা গুঁড়া ছড়িয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swarnava Halder
Swarnava Halder @cook_25827232

মন্তব্যগুলি (2)

Rina Das
Rina Das @cook_17348736
আচ্ছা ভাই লাষ্টে ঘি কেন দিলে❓

Similar Recipes