ধোঁকার ডালনা(dhokar dalna recipe in Bengali)

SNEHA NANDY
SNEHA NANDY @snehamnandy
Kolkata

#ebook06
#week1
প্যাকেট ধোকা ব্যবহার করে কিভাবে নিরামিষ ধোকার ডালনা তৈরি ঈরা যায় সেটাই সবার সাথে শেয়ার করলাম.

ধোঁকার ডালনা(dhokar dalna recipe in Bengali)

#ebook06
#week1
প্যাকেট ধোকা ব্যবহার করে কিভাবে নিরামিষ ধোকার ডালনা তৈরি ঈরা যায় সেটাই সবার সাথে শেয়ার করলাম.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

90 মিনিট
5-6 সারভিংস
  1. ধোকা
  2. 200 গ্রামপ্যাকেট ধোঁকা
  3. 1/2 চা চামচনুন
  4. 1/2 চা চামচচিনি
  5. পরিমাণ মতজল
  6. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  7. কারি বা তরকারি
  8. 80 গ্রামসর্ষের তেল
  9. 2 টি্পারসেতা
  10. 2 টিশুকনো লঙ্কা
  11. 2 টিদারচিনি
  12. 3 টেলবঙ্গ
  13. 2 টিএলাচ
  14. 1 চা চামচগোটা জিরে
  15. 2 টোমাঝারি আলু
  16. 60 গ্রামনাড়কেল কোরা
  17. 50 গ্রামআদা বাটা
  18. 1 চা চামচজিড়ে গুঁড়ো
  19. 1 চা চামচধনে গুঁড়ো
  20. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  21. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  22. 1/2 চা চামচহিং
  23. 1 টাটমেটো কুচি
  24. 2 টিকাঁচা লঙ্কা
  25. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  26. 1 চা চামচঘি
  27. পরিমাণ মতগরম জল

রান্নার নির্দেশ সমূহ

90 মিনিট
  1. 1

    প্যাকেটের ধোকা পাউডার টি একটি বউলে নুন ও চিনি দিয়ে জল ঢেলে ভিজিয়ে রাখতে হবে 25-30 মিনিট.

  2. 2

    এরপর কড়াইতে অল্প সাদা তেল নিয়ে ঐ মিশ্রণটা দিয়ে দেব. নাড়ব যতক্ষণ না শক্ত মন্ড তৈরী হয়.

  3. 3

    একটা থালায় তেল ব্রাস করে তার ওপর মন্ডটি সমান ভাবে ছড়িয়ে দেব. একটু জমাট বাধতে থাকলেই চৌকো করে কেটে নেব.

  4. 4

    এরপর অন্য একটি কড়াইতে তেল নিয়ে ধোকাগুলি ভেজে নেব.

  5. 5

    এরপর কড়াইতে সরষের তেল দেব ; তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা, তেজ পাতা, গোটা গরম মশলা, গোটা জিড়ে দিয়ে নেড়ে নিয়ে কেটে রাখা আলু গুলো দিয়ে দেব.

  6. 6

    এরপর নাড়কেল কুড়ানো দিয়ে হালকা নেড়ে নেব.

  7. 7

    এরপর একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো,জিড়ে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হিং দিয়ে 1/2 কাপ গরম জল দেব. মশলা র্ গন্ধ চলে গেলে টম্যাটো কুচি ও 2 টি কাঁচা লঙ্কা দিয়ে দেব.

  8. 8

    এই সময়েই নুন চিনি স্বাদ মত দেব

  9. 9

    এরপর 2 কাপ মত গরম জল দিয়ে ফুটতে দেব. আলু শেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে 3-4 মিনিট দিয়ে ঢেকে রাখব.

  10. 10

    এরপর ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলা ও ঘি ছড়িয়ে অল্প নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব. ব্যাস তৈরী ধোকার ডালনা.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SNEHA NANDY
SNEHA NANDY @snehamnandy
Kolkata
I love making bengali food. I love to cook ; it give me happiness & peace...
আরও পড়ুন

Similar Recipes