দই রুই(Doi Rui recipe recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুরবাড়িতে মাছ নিয়ে নানারকম গবেষণা চলত. সেখানে বিভিন্ন রকমের মাছ নতুন ভাবে রান্না করা হত. যেমন রুই মাছ দিয়ে বিভিন্ন রকম রান্না হতো. তেমনি ঠাকুরবাড়ির একটি প্রিয় রান্না দই রুই আমি রান্না করেছি.

দই রুই(Doi Rui recipe recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুরবাড়িতে মাছ নিয়ে নানারকম গবেষণা চলত. সেখানে বিভিন্ন রকমের মাছ নতুন ভাবে রান্না করা হত. যেমন রুই মাছ দিয়ে বিভিন্ন রকম রান্না হতো. তেমনি ঠাকুরবাড়ির একটি প্রিয় রান্না দই রুই আমি রান্না করেছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জন
  1. 4 টুকরোরুই মাছ
  2. 100 গ্রামটক দই
  3. 2 টিতেজপাতা
  4. 1 টিপেঁয়াজ কুচি
  5. 1 টিপেঁয়াজ বাটা
  6. 1 চা চামচআদা বাটা
  7. 4 টিকাঁচা লঙ্কা চেরা
  8. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1/2 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  10. স্বাদমতোলবণ
  11. 1/2 চা চামচচিনি
  12. 4টেবিল চামচ তেল
  13. 1/2টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  14. প্রয়োজন মত মাছ ভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে. কড়াইতে মাছ ভাজার জন্য তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে. এবার মাছগুলো তুলে রেখে ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বাদামি করে তুলে রাখতে হবে.

  2. 2

    অন্য একটি কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে তেজ পাতা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে পেঁয়াজ বাটা,আদাবাটা দিয়ে লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে. এবার এর মধ্যে আগে থেকে তুলে রাখা ভাজা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিয়ে এরমধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়তে হবে. এবার এর মধ্যে টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে, সঙ্গে লবণ চিনি ও দিতে হবে.

  3. 3

    এবার আচ কমিয়ে মসলাটি ঢাকা দিয়ে 4 মিনিটের মত রান্না করতে হবে. যখন মসলা থেকে তেল বের হবে তখন এক কাপের মতো গরম জল ঢেলে দিতে হবে. জলটা ফুটতে শুরু করলে ভাজা মাছ গুলো দিয়ে কম আচে 12-15 মিনিটের জন্য রান্না করতে হবে. মাঝে এক দুবার উল্টে দিতে হবে যাতে নিচে লেগে না যায়. এবার সামান্য ঝোল রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে. পাঁচ মিনিট পরে মাছগুলো নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes