পনির পাসিন্দা (Paneer pasinda recipe in Bengali)

Madhumita Biswas Chakraborty
Madhumita Biswas Chakraborty @cook_17539313
বীরনগর

#ebook06

এই সপ্তাহের মিস্ট্রি বক্স থেকে আমি পনির পাসিন্দা নিয়েছি।

পনির পাসিন্দা (Paneer pasinda recipe in Bengali)

#ebook06

এই সপ্তাহের মিস্ট্রি বক্স থেকে আমি পনির পাসিন্দা নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫জনের জন্য
  1. ৪০০গ্রাম পনির
  2. ৪টেবিল চামচ সাদা তেল
  3. ৩/৪ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  4. ৩/৪ চা চামচ জিরে গুঁড়ো
  5. ১/৪ চা চামচ গরম মশলার গুঁড়ো
  6. ১ টেবিল চামচ কাজু কুচি
  7. ১ টেবিল চামচ পেস্তা কুচি
  8. ১ টেবিল চামচ কিসমিস কুচি
  9. ১টেবিল চামচ আমন্ড কুচি
  10. ১চা চামচ চিনি
  11. ১টেবিল চামচ ময়দা
  12. ১টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  13. ১ টা টমেটো
  14. ১ইঞ্চি আদা
  15. ৪টে কাঁচা লঙ্কা
  16. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১০টা কাজু বাদাম
  18. ২টো তেজপাতা
  19. ৪টে লবঙ্গ
  20. ১/২ চা চামচ গোলমরিচ
  21. ২টুকরো দারচিনি
  22. ২টো ছোট এলাচ
  23. ১/২ কাপ দুধ
  24. ১চা চামচ কসূরী মেথি
  25. স্বাদ অনুযায়ী লবণ

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    পনির মোটা করে ট্রাই এঙ্গেল শেপে কেটে নিন।মাঝখান থেকে একটু চিরে নিয়ে পকেটের মতো করে নিন।কাটার পরে যে পনির টা থাকবে সেটা মেখে নিন।১/৪চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,গরম মসলার গুঁড়ো,১/৪ চা চামচ জিরে গুঁড়ো,কাজু কুচি,আমন্ড কুচি,কিসমিস কুচি,পেস্তা কুচি,১/৪ চা চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে পনির টা ভালো করে মেখে নিন।

  2. 2

    ট্রাই এঙ্গেল শেপে কেটে রাখা পনিরের পকেটের মধ্যে মেখে রাখা পনির ভালো করে ভোরে দিন।একটা বাটিতে ময়দা,কর্নফ্লাওয়ার, অল্প লবণ মিশিয়ে জল দিয়ে গুলে নিন।কড়াইয়ে তেল গরম করুন।পনিরের টুকরো গুলো ময়দার গোলাতে চুবিয়ে হালকা করে ভেজে নিন।

  3. 3

    টমেটো,আদা,কাঁচালঙ্কা,১/২চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,হলুদ গুঁড়ো,কাজু বাদাম,১/২ চা চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে পেস্ট করে নিন।পনির ভাজার পরে যে তেল থাকবে তাতে তেজপাতা,লবঙ্গ,গোলমরিচ,দারচিনি ও এলাচ ফোরণ দিন।বেঁটে রাখা মশলা দিয়ে দিন।অল্প জল দিন।

  4. 4

    ভালো করে কষিয়ে নিন।দুধের সাথে জল মিশিয়ে নিন।কষানো হলে দুধ দিয়ে দিন।স্বাদ মতো লবণ ও চিনি দিন।২থেকে ৩মিনিট ফুটিয়ে কসূরী মেথি ড্রাই রোস্ট করে হাতে ডোলে দিয়ে দিন।ভেজে রাখা পনির দিয়ে কম আঁচে ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Biswas Chakraborty
বীরনগর
আমি রান্না করতে খুবই ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes