বাম্বু চিকেন বিরিয়ানি (bamboo chicken Biryani recipe in Bengali)

Payel Chongdar
Payel Chongdar @cook_24858428

#খুশিরঈদ
আমি এই বড় ঈদ উৎসব উপলক্ষে রেসিপি বানিয়েছি বিরিয়ানি । ঈদ উৎসব স্পেশাল রেসিপি বাম্বু চিকেন বিরিয়ানি।আর বিরিয়ানি তো সকলের পছন্দের খাবার ছোটো থেকে বড়।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৩০মিনিট
৫জন
  1. ২৫০ গ্রাম বাসকাঠি চাল
  2. ৫০০গ্রাম চিকেন
  3. প্রয়োজন মতকয়েকটা বাম্বু (বাম্বুর এক দিক টা ফাঁকা রাখতে হবে)
  4. প্রয়োজন মতকলাপাতা
  5. ২টি মাঝারি সাইজের আলু (২ফালি করা হাফ সেদ্ধ করা)
  6. ১কাপ পেঁয়াজ কুচি
  7. ১টেবিল চামচ পেঁয়াজ বাটা
  8. ১চা চামচ আদা বাটা
  9. ২চা চামচ রসুন বাটা
  10. ২টেবিল চামচ টমেটো বাটা
  11. ১চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. ১চা চামচ জিরে গুঁড়ো
  14. ১চা চামচ ধনে গুঁড়ো
  15. পরিমাণ মত গোটা গরম মশলা
  16. ২চা চামচ বিরিয়ানি মশলা(বাড়িতে বানানো মশলা)
  17. ১টি তেজপাতা
  18. ১টি গোটা শুকনো লঙ্কা
  19. পরিমাণ মত সর্ষের তেল, সাদা তেল,ঘি
  20. স্বাদ মতনুন, চিনি
  21. প্রয়োজন মতজল
  22. প্রয়োজন মতমিঠা আতর
  23. ১চিমটি বিরিয়ানি কালার
  24. ১/২কাপ দুধ
  25. ১চা চামচ কেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৩০মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে চিকেন টা নিয়ে ওর মধ্যে আদা, রসুন বাটা,ধনে,জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, স্বাদ মত নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে ৩০মিনিট ম্যারিনেট করে রাখতে হবে

  2. 2

    বাসমতি চাল ১ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তারপর জল গরম করে গোটা গরম মশলা, সাদা তেল, নুন দিয়ে চালটা ৭০%সেদ্ধ করে নিতে হবে

  3. 3

    তারপর করাইতে সাদা তেল গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে হবে ঐ তেলে সামান্য নুন দিয়ে আর আলুর মধ্যে সামান্য বিরিয়ানি কালার মাখিয়ে আলু গুলো ভেজে তুলে নিতে হবে আর দুধের মধ্যে বিরিয়ানি কালার টা মিশিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    এরপর ঐ করাইতে পরিমান মত সরষের তেল গরম করে তেজপাতা, শুকনো গোটা লঙ্কা, ফোড়ন দিয়ে আর সামান্য চিনি দিয়ে তেল টা একটু লাল হলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে আর স্বাদ মত নুন দিয়ে আবার কষতে হবে এই ভাবে মাংসটা হয়ে এলে সামান্য বিরিয়ানি মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে

  5. 5

    এরপর বাম্বুর ভেতরে সামান্য সাদা তেল লাগিয়ে নিয়ে বাম্বুর নিচে সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে তার উপর ১পিস আলু,১পিস মাংস দিয়ে সামান্য ভাত দিয়ে ভাতের উপরে স্বাদ মত নুন, চিনি ছড়িয়ে তারপর সামান্য বিরিয়ানি মশলা, পরিমান মত ঘি সামান্য বিরিয়ানি কালার মেশানো দুধ, সামান্য কেওড়া জল, প্রয়োজন মত মিঠা আতর আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে তারপর আবার একই ভাবে আবার মাংস দিয়ে আবার ভাত দিয়ে তার উপর সব মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাম্বুর ফাঁকা মুখটা কলাপাতা দিয়ে ভালো করে মুখটা চেপে দিতে হবে ।

  6. 6

    যাতে কলাপাতাটা খুলে না যায়। এরপর কাঠের আগুনে ১৫-২০মিনিট এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে (বাম্বুর মধ্যে কলাপাতা আটা মুখটা যেন উপর দিকে থাকে)

  7. 7

    ২০মিনিট পর আগুন থেকে তুলে ৫মিনিট রেখে গরম গরম পরিবেশন করুন বাম্বু চিকেন বিরিয়ানি। আমি রায়তা আর লাচ্ছা পেঁয়াজ এর সাথে পরিবেশন করেছি।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Payel Chongdar
Payel Chongdar @cook_24858428

Similar Recipes

More Recommended Recipes