লুচি ছোলার ডাল (luchi cholar daal recipe in bengali)

Paulamy Sarkar Jana
Paulamy Sarkar Jana @cook_psj06
Madhyamgram, Kolkata 129

#swaad a kolkata
#জলখাবার
কলকাতার বাঙ্গালীদের প্রত্যেকেরই ছুটির দিনের প্রিয় জল খাবার লুচি আর সাথে যদি ছোলার ডাল দোসর তো জমে যাবে দিন 😊😋

লুচি ছোলার ডাল (luchi cholar daal recipe in bengali)

#swaad a kolkata
#জলখাবার
কলকাতার বাঙ্গালীদের প্রত্যেকেরই ছুটির দিনের প্রিয় জল খাবার লুচি আর সাথে যদি ছোলার ডাল দোসর তো জমে যাবে দিন 😊😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের
  1. লুচির জন্য
  2. ২ কাপ ময়দা
  3. ২টেবিল চামচ সাদা তেল
  4. ১/২ টেবিল চামচ নুন
  5. ১ চিমটে খাবার সোডা
  6. 1চিমটে চিনি
  7. পরিমাণ মতভাজার জন্য তেল
  8. ছোলার ডাল
  9. ১.৫ কাপ ছোলার ডাল
  10. ১চা চামচ আদা বাটা
  11. ১/২চা চামচগোটা জিরা
  12. ১টা গোটা শুকনো লঙ্কা
  13. ১টা তেজপাতা
  14. ৩টা কাঁচা লঙ্কা
  15. স্বাদ মত নুন ও চিনি
  16. ১টেবিল চামচ ঘি
  17. ১টেবিল চামচ সরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ময়দাটা ময়ন গুলো দিয়ে অল্প জল দিয়ে ভাল করে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

  2. 2

    এবার কড়াইতে তেল ভালো করে গরম করে ওই ময়দা থেকে লেচি কেটে লুচি বেলে গরম তেলে আস্তে আস্তে লুচি ভেজে তুলে নিতে হবে

  3. 3

    ছোলার ডাল প্রথমে প্রেসার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিতে হবে সেদ্ধ করার সময় অল্প পরিমাণ নুন ও গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে

  4. 4

    এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিতে হবে

  5. 5

    এবার দু'চারটে চিনির দানা দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে আদা বাটা টা একটু ভাজা হয়ে এলে ডালটা তার মধ্যে দিয়ে সাঁতলে নিতে হবে

  6. 6

    ডালটা ভালো করে ফুটে গেলে পরিমাণমতো নুন মিষ্টি দিয়ে, নামানোর সময় ঘি উপর দিয়ে ছড়িয়ে গরম গরম লুচি ছোলার ডাল পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paulamy Sarkar Jana
Madhyamgram, Kolkata 129
ভীষণ ভালোবাসি রান্না করতেন আর খেতেও তার চেয়েও ভালোবাসি সবাইকে খাওয়াতে আর নানা রকম নতুন নতুন রান্না দেখতে এবং শিখতে খুব ভালো লাগে এটাই আমার পড়াশুনার পর দ্বিতীয় ভালোবাসা😁
আরও পড়ুন

Similar Recipes