লুচি ও ছোলার ডাল (Luchi & Cholar Dal recipe in bengali)

sarmisthamisti
sarmisthamisti @cook_20625603

#ebook2
বাংলা নববর্ষ রেসিপি
বাঙালির চিরন্তন ভালোবাসা সে সকাল হোক বা সন্ধ্যা |

লুচি ও ছোলার ডাল (Luchi & Cholar Dal recipe in bengali)

#ebook2
বাংলা নববর্ষ রেসিপি
বাঙালির চিরন্তন ভালোবাসা সে সকাল হোক বা সন্ধ্যা |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4-5 জন
  1. লুচির জন্য :-
  2. 250 গ্রামময়দা
  3. 50 গ্রামআটা
  4. 4টেবিল চামচ সাদাতেল
  5. 1 চা চামচনুন
  6. পরিমাণ অনুযায়ী ঈষদুষ্ণ জল
  7. পরিমাণ অনুযায়ী সাদাতেল (লুচি ভাজার জন্য)
  8. ছোলার ডালের জন্য :-
  9. 250 গ্রামছোলার ডাল
  10. 1টি মাঝারি আলু ডুমো করে কাটা
  11. 1টি টমেটো কুচি
  12. 1/2 চা চামচআদা, কাঁচালঙ্কা বাটা
  13. 2টেবিল চামচ সর্ষের তেল
  14. 1টি তেজপাতা
  15. 1টি শুকনোলঙ্কা
  16. 1 চা চামচগোটা জিরে
  17. 1 চা চামচহলুদ গুঁড়ো
  18. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  19. 1/2 চা চামচগরম মশলার গুঁড়ো
  20. 1 চা চামচঘি
  21. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  22. পরিমাণ অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    একটি পাত্রে ময়দা,আটা,নুন ও সাদাতেল দিয়ে ময়াম দিয়ে মিশিয়ে তাতে ঈষদুষ্ণ জল দিয়ে মেখে একটি মন্ড তৈরী করে 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখুন |

  2. 2

    এরপর সেই মন্ড থেকে লেচি কেটে সেগুলি লুচির আকারে বেলে কড়াইতে গরম করা সাদাতেলে ভেজে নিন |

  3. 3

    অন্যদিকে প্রেসার কুকারে নুন ও জল দিয়ে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা ছোলার ডাল সেদ্ধ করে নিন |

  4. 4

    কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে সামান্য নেড়েচেড়ে তাতে আলু কুচি দিয়ে ভেজে নিন |

  5. 5

    তারপর তাতে একসাথে বাটা আদা,কাঁচালঙ্কা দিয়ে মিশিয়ে নিন| টমেটো কুচি যোগ করুন |তারপর তাতে নুন,চিনি,হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো যোগ করে নেড়ে নিন | এবার সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে মিশিয়ে প্রয়োজনমতো জল দিয়ে ঢেকে দিন |

  6. 6

    10 মিনিট পর ঢাকা খুলে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে 2মিনিট ঢেকে দিন | নিজের পছন্দ মতো গ্রেভির ঘনত্ব রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন লুচি ও ছোলার ডাল |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sarmisthamisti
sarmisthamisti @cook_20625603

Similar Recipes