ফুচকা(fuchka recipe in Bengali)

Somnath Ghosh
Somnath Ghosh @isomenathghosh

ফুচকা(fuchka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
2জন
  1. ১ কাপ সুজি
  2. ১কাপ আটা
  3. প্রয়োজন অনুযায়ী জল
  4. প্রয়োজন অনুযায়ী তেল
  5. ১/৪কাপ তেঁতুল
  6. স্বাদ মত মরিচ গুঁড়ো
  7. ১ চা চামচ চাট মশলা
  8. স্বাদ মতনুন, একটু কালো নুন
  9. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  10. ২টি আলু
  11. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    সুজি আর আটা ভাল করে মেখে নিতে হবে । তারপর লেচি কেটে পাতলা করে বেলে নিতে হবে তারপর কুকি কাটার দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে ।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে লেচি গুলো ভেজে নিতে হবে ।

  3. 3

    এর মধ্যে আলু আর লঙ্কা সেদ্ধ করে নিতে হবে, সেটা ঠান্ডা হলে মেখে নিতে হবে সমস্ত গুঁড়ো মশলা আর ধনেপাতা সহযোগে। সঙ্গে তেঁতুল জল তৈরি করতে সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে।

  4. 4

    ফুচকার মধ্যে সেদ্ধ আলু, তেঁতুল জল দিয়ে পরিবেশন করতে হবে বাড়ির তৈরি ফুচকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Somnath Ghosh
Somnath Ghosh @isomenathghosh

Similar Recipes