ডাল গোস্ত (Dal gosht recipe in bengali)

Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম মাটন
  2. ১ কাপ ছোলার ডাল
  3. ১/২ কাপ অড়হর ডাল
  4. স্বাদ মতনুন
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ টা পেঁয়াজ কুচি
  7. ১ টেবিল চামচ আদা বাটা
  8. ১ টেবিল চামচ রসুন বাটা
  9. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  10. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ২ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ১/২ চা চামচ গোটা জিরে
  16. ৫-৬ টা শুকনো লঙ্কা
  17. ৩-৪ টে কাঁচা লঙ্কা চেরা
  18. ১ টাছোট টুকরো দারচিনি
  19. ২ টো ছোট এলাচ
  20. ৪-৫ টি লবঙ্গ
  21. ২ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ছোলার ডাল ও অড়হর ডাল ধুয়ে জলে ভিজিয়ে ৩০ মিনিট রাখতে হবে।

  2. 2

    প্রেসার কুকারে মাটন, নুন, হলুদ, ভেজানো ছোলার ডাল ও অড়হর ডাল আর জল দিয়ে ৪-৫ টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    কড়াইতে ঘি গরম করে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।

  4. 4

    পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজতে হবে।

  5. 5

    এবার আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজতে হবে।

  6. 6

    এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে কষাতে হবে।

  7. 7

    মশলা কষে তেল ছেড়ে এলে সেদ্ধ করা মাটন ও ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ২ কাপ জল দিয়ে ফোটাতে হবে।

  8. 8

    ৫-৭ মিনিট ফুটিয়ে নামিয়ে ভাত, পোলাও, রুটি, নানা, পরোটা ইত্যাদির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

Similar Recipes