মাছের মাথা দিয়ে মুগের ডাল(macher matha diye mooger dal recipe in Bengali)

Nibedita Banerjee Chatterjee
Nibedita Banerjee Chatterjee @cook_19335026

মাছের মাথা দিয়ে মুগের ডাল(macher matha diye mooger dal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪জন
  1. ১ কাপ মুগের ডাল
  2. ৪টিরুই মাছের মাথা
  3. ১টেবিল চামচ হলুদ গুঁড়ো
  4. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  5. ১/২ টেবিল চামচ জিরে গুঁড়ো
  6. ১/২ টেবিল চামচ ধনে গুঁড়ো
  7. পরিমাণ মত সর্ষের তেল
  8. ১ চা চামচ চিনি
  9. স্বাদ মতোনুন
  10. ১ টেবিল চামচ ঘি
  11. ১/ ২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. ১টি তেজপাতা
  13. ১/২" দারচিনি
  14. ১টি বড় পেঁয়াজ
  15. ১/২ ইঞ্চি আদা
  16. ৩ কোয়া রসুন
  17. ১টি বড় টমেটো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছের মাথা গুলো ধুঁয়ে নুন হলুদ মাখিয়ে ১০ মিনিট মতো রেখে সরষের তেল গরম করে তাতে ভেজে নিতে হবে

  2. 2

    এইবার পেঁয়াজ কুঁচিয়ে নিয়ে, রসুন ও আদার পেস্ট বানিয়ে নিতে হবে. অন্যদিকে মুগডালটা ধুঁয়ে তাতে নুন,হলুদ,জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে.

  3. 3

    তারপর কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা,শুকনো লঙ্কা ও দারচিনিটা দিয়ে কিছুখন নেড়ে নিয়ে তাতে পেঁয়াজ কুঁচি গুলো দিয়ে ভাজতে হবে.ভাজা ভাজা মতো হলে তাতে রসুন ও আদার পেস্টটা মিশিয়ে আবার নেড়ে যেতে হবে.

  4. 4

    এবার তাতে টম্যাটোটা কুঁচি করে দিয়ে নাড়তে হবে. টম্যাটোটা গলে গেলে তাতে গরম মসলা বাদে সব গুড়ো মসলা গুলো ঢেলে ভালো করে কসাতে হবে কিছুখন.

  5. 5

    এবার তাতে সেদ্ধ ডালটা ঢেলে দিয়ে ফুটতে দিতে হবে. ফুটে এলে তাতে মাছে মাথা গুলো ভেঙ্গে মিশিয়ে দিতে হবে.

  6. 6

    তারপর কিছুখন ফোটানোর পর ঘন হয়ে এলে তাতে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে ১মিনিট ফুটিয়ে বন্ধ করে ওপরে ঘি ছড়িয়ে দিলেই রেডি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Banerjee Chatterjee
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি বাড়িতে রান্নার শক্তিতে বিশ্বাস করে.
আরও পড়ুন

Similar Recipes