ঝুরি আলুভাজা (jhuri aloo bhaja recipe in bengali)

Sampa Chandra
Sampa Chandra @Sampa_

ঝুরি আলুভাজা (jhuri aloo bhaja recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জন।
  1. ২ টি আলু
  2. প্রয়োজন মততেল
  3. স্বাদ মতবিট নুন
  4. ১ মুঠোবাদাম
  5. পরিমাণ মতশুকনো লঙ্কা ভাজা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে পরিস্কার করে ধুয়ে নিতে হবে। তারপর ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে।বাদাম ও শুকনো লঙ্কা অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইয়ে বেশি করে তেল দিয়ে অল্প অল্প করে গ্রেট করা আলু গুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    সব আলু গুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে তার উপর বাদাম,বিটনুন ও ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো করে মাখিয়ে নিলেই রেডি আলু ঝুরি ভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Chandra

Similar Recipes