মসুর ডাল তড়কা (Masoor Dal Tadka Recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#ডালশান

আমাদের রোজকার নিত্যদিনের খাবার এর মধ্যে ডাল, ভাত হলো প্রধান খাদ্য। সব ধরনের ডালের মধ্যে ভিটামিন, প্রোটিন থাকে। আমি আজ মসুর ডাল দিয়ে এই রেসিপি টি বানিয়েছি, এটি ঝটপট বানানো যায় আর খেতে ও ভীষণ টেস্টি। ভাত, রুটির সাথে বেশ জমে যায়।

মসুর ডাল তড়কা (Masoor Dal Tadka Recipe In Bengali)

#ডালশান

আমাদের রোজকার নিত্যদিনের খাবার এর মধ্যে ডাল, ভাত হলো প্রধান খাদ্য। সব ধরনের ডালের মধ্যে ভিটামিন, প্রোটিন থাকে। আমি আজ মসুর ডাল দিয়ে এই রেসিপি টি বানিয়েছি, এটি ঝটপট বানানো যায় আর খেতে ও ভীষণ টেস্টি। ভাত, রুটির সাথে বেশ জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ২০০ গ্রাম মসুর ডাল
  2. ১ টি পেঁয়াজ কুচি
  3. ২ টি টমেটো কুচি
  4. ৪-৫ টি কাঁচা লঙ্কা চেরা
  5. ৫-৬ টি কারিপাতা
  6. ২ টেবিল চামচ সাদা তেল
  7. ১/২ চা চামচগোটা জিরে
  8. ১ চা চামচ আদা রসুন পেস্ট
  9. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  12. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  13. স্বাদ মত লবণ
  14. পরিমাণ মত জল
  15. ১ টেবিল চামচতরকার জন্য : সাদা তেল
  16. ১ টেবিল চামচ ঘি
  17. ২ টি শুকনো লঙ্কা
  18. ১/৪ চা চামচ গোটা জিরে
  19. ২-৩ টি কারিপাতা
  20. ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    একটা পাত্রে প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে কিছু খন ভিজিয়ে রাখতে হবে। পেঁয়াজ,টমেটো কুচি করে নিতে হবে, আদা রসুন পেস্ট করে নিতে। বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে গোটা জিরে, কারিপাতা একটু ভাজা হলে ওতে পেঁয়াজ কুচি দিতে হবে আর ভালো ভাবে নাড়তে হবে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে হবে আর ও ১ মিনিট।

  3. 3

    এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আঁচে, এবার টমেটো কুচি দিয়ে নাড়তে হবে ২ মিনিট এর মতো। টমেটো একটু মজে আসলে ওর মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডাল মিশিয়ে খানিকখন কষে নিয়ে ২ গ্লাস এর মতো জল দিতে হবে আর একটা চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে মিডিয়াম টু লো আঁচে ১৫ মিনিট এর মতো।

  4. 4

    ১৫ মিনিট পর চাপা খুলে ভালো ভাবে নাড়াচাড়া করতে হবে আর একটা হুইস্কার দিয়ে একটু ডাল টা ফেটিয়ে নিতে হবে। ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে,এরপর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে এবার একটা সা্রভিং বোল এ ডাল টা ঢেলে নিতে হবে।

  5. 5

    এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে ওতে ঘি আর সাদা তেল দিয়ে একটু গরম হলে ওর মধ্যে গোটা জিরে, কারিপাতা, গোটা শুকনো লঙ্কা, আর কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে একটু অ্যারোমা বেরলে তৈরি করা ডালের মধ্যে উপর থেকে তড়কা দিতে হবে। ব্যস আমার তৈরি হয়ে গেছে "মসুর ভাল তড়কা"।(আপনারা চাইলে তড়কা টা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, আমি সাদা তেল ইউজ করেছি)

  6. 6

    এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন "মসুর ডাল তড়কা"।দারুণ টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes