ঝুরি আলু ভাজা (Jhuri aloo bhaja recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

ঝুরি আলু ভাজা (Jhuri aloo bhaja recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জন
  1. ৪টেমাঝারি সাইজের আলু
  2. ১৫০গ্রামসাদাতেল
  3. ২টোশুকনো লঙ্কা
  4. ৪ টেবিল চামচকর্নফ্লাওয়ার
  5. স্বাদমতোনুন আর গোলমরিচগুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    আলু ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন।

  2. 2

    এবার একটা গ্রেটার এর সাহায্যে সরু সরু করে গ্রেট করে নিন। (এক্ষেত্রে উপর থেকে নিচে একই ভাবে আলু গুলো গ্রেট করবেন)

  3. 3

    ৩-৪বার পরিস্কার জলে ধুয়ে নিন।যাতে আলুর মধ্যে কোন স্টারস না থাকে।

  4. 4

    একটা একটা পরিস্কার কিচেন টাওয়াল নিয়ে ধুয়ে রাখা আলু জল ঝরিয়ে বিছিয়ে দিন ৫মিনিট।

  5. 5

    আলুর জল শুকিয়ে গেলে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন।

  6. 6

    কড়াইয়ে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখুন

  7. 7

    এবার ওই তেলের মধ্যে অল্প অল্প করে গ্রেট করা আলু গুলো দিয়ে লাল করে ভাজুন। (নুন দেবেন না এইসময়, তাহলে আলু দলা পেকে যাবে)

  8. 8

    লাল লাল করে ভাজা হলে টিসু পেপার এর উপর ছড়িয়ে দিন যাতে এক্ট্রা তেল শুশে নেয়।

  9. 9

    এবার স্বাদমতো নুন ও গোলমরিচগুঁড়া দিয়ে গরম গরম ভাত ডাল এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

Similar Recipes