ঝুরি আলু ভাজা (Jhuri aloo bhaja recipe in Bengali)

Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

#ebook06
#week2
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি ঝুরি আলুভাজা।আমি বানিয়েছি মুচমুচে ঝুরি আলুভাজা।

ঝুরি আলু ভাজা (Jhuri aloo bhaja recipe in Bengali)

#ebook06
#week2
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি ঝুরি আলুভাজা।আমি বানিয়েছি মুচমুচে ঝুরি আলুভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধ ঘন্টা মত
পাঁচ থেকে ছয় জনের জন্য
  1. 3টিমাঝারি সাইজের আলু
  2. 12 টিকারি পাতা
  3. 1/2 কাপবাদাম
  4. 1 কাপসাদা তেল বড় কাপের
  5. 3 টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

আধ ঘন্টা মত
  1. 1

    প্রথমে আলু গুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে।এবার পিলারের সাহায্য আলু গুলো সরু সরু করে কেটে নিতে হবে।

  2. 2

    সব কাটা হয়ে গেলে চার পাঁচ বার ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে।ধোয়া হয়ে গেলে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    দশ মিনিট পাখার তলায় জল শুকিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে বাদাম,শুকনো লঙ্কা আর কারিপাতা আলাদা আলাদা করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার তেলে আলু গুলো অল্প অল্প করে দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। সব আলু ভাজা হয়ে গেলে বাদাম, কারিপাতা,লঙ্কা মিশিয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে ঝুরি আলুভাজা। খাবার আগে একটু লবণ মিশিয়ে নিতে হবে। আগে লবণ মিশিয়ে রাখলে নরম হয়ে যাবে। মুচমুচে ভাব টা থাকবে না।টাইড কৌটোতে এই ঝুরি আলুভাজা রেখে খাওয়া যায়।

  5. 5

    এই ভাবেই তৈরি হয়ে যাবে মুচমুচে ঝুরি আলুভাজা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

Similar Recipes