ছোলার ডালের পেড়া (Cholar Daaler peda recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

ছোলার ডালের পেড়া (Cholar Daaler peda recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১.৫ ঘন্টা
৬-৭ জন
  1. ১কাপছোলার ডাল
  2. ৫০০মিলিদুধ
  3. ১কাপচিনি
  4. ২চিমটেলবণ
  5. ২ টোএলাচ
  6. ১চিমটেকেশর রং
  7. প্রয়োজন মতোঘি
  8. প্রয়োজন মতকাজু আর আলমন্ড
  9. পরিমান মতোচেরি

রান্নার নির্দেশ সমূহ

১.৫ ঘন্টা
  1. 1

    ছোলার ডাল ধুয়ে ৫ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে দুধ বসিয়ে জল ঝড়ানো ডাল দিয়ে নাড়তে হবে। ফুটলে এলাচ দিতে হবে। অল্প আঁচে ডাল সেদ্ধ হতে দিতে হবে। কেশর রঙ দিতে হবে। ডাল ৬০% সেদ্ধ হলে আঁচ নিভিয়ে একটু ঠান্ডা করতে হবে।

  3. 3

    মিক্সার জারে ডাল দিয়ে একটা ঘন মিহি পেস্ট করতে হবে। প‍্যানে ১চামচ ঘি দিয়ে ডালের পেস্ট দিয়ে নাড়তে হবে।

  4. 4

    চিনি দিয়ে নাড়তে হবে। মিশ্রণ শুকিয়ে নরম মন্ড তৈরী হলে ২টেবিলচামচ ঘি দিয়ে মাখিয়ে একটা ঘি লাগানো প্লেটে নামিয়ে নিতে হবে।

  5. 5

    হাতে ঘি লাগিয়ে পাতার সেপ করে কাঁটা দিয়ে ডিজাইন করে নিতে হবে।

  6. 6

    উপরে চেরি কুচি আর কাজু আমন্ড দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ছোলার ডালের পেড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes