ছোলার ডালের বরফি (cholar daler barfi recipe in bengali)

Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা

#TheChefStory #ATW2

আজ আমি খুব সাধারণ কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয় এমন একটা মিষ্টি বানাবো।

ছোলার ডালের বরফি (cholar daler barfi recipe in bengali)

#TheChefStory #ATW2

আজ আমি খুব সাধারণ কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয় এমন একটা মিষ্টি বানাবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায় 1 ঘন্টা
4 জনের জন্য
  1. 1/2 কাপছোলার ডাল
  2. 1/4 কাপনারকেল কোরা
  3. 1 কাপদুধ
  4. পরিমাণ মতখোসা ছাড়ানো বড় এলাচ ও ছোট এলাচ (শুধু ভেতরের বীজ গুলো নিতে হবে)
  5. 1/4 কাপঘি
  6. 1/4 কাপচিনি
  7. 4 টেবিল চামচকাজু কুচি
  8. 10 -12 টিগোটা আমন্ড সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

প্রায় 1 ঘন্টা
  1. 1

    প্রথমে ছোলার ডাল সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দুধ, 1/4 কাপ জল ও এলাচ দিয়ে কম আঁচে 15 মিনিট সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    সেদ্ধ করা ডাল এবার মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কড়ায় ঘি গরম করে আঁচ কমিয়ে পুরো পেস্ট ঢেলে খুব ভালো করে নাড়তে হবে।

  5. 5

    সব সময় খুন্তি নাড়াতে হবে নাহলে পুরে যাবে। নাড়তে নাড়তে একটু শুকিয়ে এলে চিনি, নারকেল কোরা ও কাজু বাদাম কুচি দিতে হবে।

  6. 6

    সব দিয়ে আবার খুব ভালো করে নাড়তে নাড়তে মেশাতে হবে। পুরো মিশ্রণ একটা মন্ডের আকার নিলে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  7. 7

    এবার একটা পাত্রে ঘি মাখিয়ে মণ্ডটা ঢেলে হাত দিয়ে চেপে চেপে সমান করতে হবে।

  8. 8

    সবশেষে একটু ঠান্ডা হলে ছুড়ি দিয়ে বরফির আকারে কেটে ওপরে আলমন্ড বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ছোলার ডালের বরফি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা
শিক্ষিকা, নেশা হলো নতুন নতুন রান্না করা।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes