ডিমের চপ(Dimer Chop Recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#ebooko6
#week3
এই সপ্তাহের মিষ্ট্রি বক্স থেকে ডিমের চপ বেছে নিলাম।

ডিমের চপ(Dimer Chop Recipe in Bengali)

#ebooko6
#week3
এই সপ্তাহের মিষ্ট্রি বক্স থেকে ডিমের চপ বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩জন
  1. ৩টে ডিম
  2. ৪টে আলু
  3. ৪টেলঙ্কা কুচি
  4. ১ চা চামচ আদাকুচি
  5. ২টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. ১ চা চামচ রোস্টেড জিরে+ধনে ও শুখনো লঙ্কা গুড়ো
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১/২ চা চামচআমচুড় পাউডার
  9. ১/২ চা চামচলেবুর রস
  10. ২টো পেয়াঁজ
  11. ৪কোয়া রসুন
  12. ২কাপ বিস্কুট গুড়ো
  13. ২চা চামচকর্নফ্লাওয়ার
  14. ২চা চামচময়দা
  15. ১/২চা চামচ গোলমরিচ গুড়ো
  16. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  17. পরিমাণ মতোভাজার জন্য সাদা তেল
  18. ১/২ চা চামচজিরে ও শুকনো লঙ্কা ফোড়ন
  19. ১চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিতে হবে।আলু ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন,রোস্টেড মশলা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদাকুচি দিয়ে মেখে নিতে হবে।কর্নফ্লাওয়ার,ব‍্যাসন,নুন
    গোলমরিচ, লঙ্কা গুড়ো ও জল দিয়ে ব‍্যাটার গুলে নেবো।

  2. 2

    এবার কড়াইয়ে ২চামচ তেল গরম করে জিরে ও লঙ্কা ফোড়ন দিয়ে রসুন ও আদাকুচি দিয়ে একটু নাড়িয়ে পেয়াঁজ কুচি দিয়ে লালচে করে ভেজে মাখা আলু দিয়ে নাড়তে হবে,নাড়তে নাড়তে যখন কড়া ছেড়ে দলা মতো হয়ে আসবেআমচূড় গুড়ো, গরমমশলা গুড়ো ও লেবুর রস দিয়েনাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে

  3. 3

    এবার আলুর পুর টাকে ৬ভাগ করে নিলাম,এবার একটা দলা চ‍্যাপ্টা করে মাঝখানে ডিম রেখে আলু দিয়ে মুড়ে দিলাম।এবার ডিমের চপ গুলো বিস্কুটের গুড়ো মাখিয়ে ব‍্যাটারে চুবিয়ে,আবার ও বিস্কুটের গুড়ো মাখিয়ে নিলাম, এভাবে দুবার করে নেবো, সবকটি হয়ে গেলে ফ্রিজে ঘন্টা খানেক রেখে দেবো।

  4. 4

    এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে, অল্প আচে ডিমের চপ গুলো ডুবো তেলে লাল করে ভেজে নিতে হবে।এবার পেয়াঁজ, টমেটো ও চিলি সস সহ গরম গরম পরিবেশনের জন্যে তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes