টমেটো রসুনের চাটনি (Tomato rasuner chutney recipe in Bengali)

Lipika Saha
Lipika Saha @Lipika21

টমেটো রসুনের চাটনি (Tomato rasuner chutney recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট।
২জন।
  1. ২ টো টুকরো করা টমেটো
  2. ২০ কোয়া রসুন
  3. ১ চিমটি গোটা জিরে
  4. ২ টো শুকনো লঙ্কা
  5. ১/২ চা চামচ লবণ
  6. ১ চা চামচ ছোলার ডাল
  7. ১ চা চামচ বিউলির ডাল
  8. ১৫ টা কারি পাতা
  9. ১ চিমটি চিনি
  10. ১ চিমটি গোলমরিচ গুঁড়ো
  11. ৪ টেবিল চামচ তেল
  12. প্রয়োজন অনুযায়ীজল
  13. ১ চিমটি গোটা সর্ষে
  14. ১ চিমটি হিং

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট।
  1. 1

    কড়াই এ তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিয়ে রসুন দিয়ে ভেজে নেবো।

  2. 2

    রসুন ভাজা হয়ে গেলে টুকরো করা টমেটো দিয়ে কিছু ক্ষণ নেড়ে লবণ দিয়ে মিক্স করে নেবো। ফ্লেম অফ করে ঠান্ডা করতে দেবো।

  3. 3

    ঠান্ডা হয়ে গেলে সামান্য জল দিয়ে মিক্সি তে পেস্ট বানিয়ে নেবো।

  4. 4

    অন্য একটা প্যানে তেল গরম করে সরষে, শুকনো লঙ্কা, কারিপাতা, বিউলির ডাল, ছোলার ডাল ফোড়ন দেবো। সুগন্ধ বেরোলে ওই পেস্ট এর উপর ছড়িয়ে দেবো। তাহলেই তৈরী টমেটো রসুনের চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lipika Saha
Lipika Saha @Lipika21

Similar Recipes