টমেটোর চপ (tomator chop recipe in Bengali)

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিরিশ মিনিট
চারজন
  1. 2 টো টমেটো স্লাইস করে কেটে নিতে হবে
  2. স্বাদ মতনুন
  3. 2 টো আলু সেদ্ধ করে ম্যাস করা
  4. 1 টা পেঁয়াজ কুচি করা
  5. 1/2 চা চামচআদা বাটা
  6. 1/2 চা চামচরসুন বাটা
  7. 1চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  8. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. 1 টা ডিম
  10. 1 কাপবিস্কুটের গুঁড়ো
  11. 1 চা চামচগরম মশলার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

তিরিশ মিনিট
  1. 1

    কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে। আদা বাটা রসুন বাটা দিয়ে নেড়ে ম্যাস করা সেদ্ধ আলু দিতে হবে।

  2. 2

    নুন, কাঁচালঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ধনেপাতা কুচি ও গরম মসলার গুঁড়ো মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  3. 3

    টমেটো স্লাইস নুন মাখিয়ে নিতে হবে। ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    বানানো আলুর পুর নিয়ে একেকটা স্লাইস ভিতরে দিয়ে ভাল করে চপ এর আকারে বানিয়ে নিতে হবে।

  5. 5

    ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। তেল গরম করে চপগুলো কম আঁচে ভেজে নিতে হবে।

  6. 6

    সসের সাথে গরম গরম সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মন্তব্যগুলি (6)

Similar Recipes