ডিম টমেটো(Dim tomato recipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#রোজকারসব্জী
#টমেটো
#Week2
টমেটো একটি ফল হলেও, সব্জী হিসেবেই সারা বিশ্বে টমেটো পরিচিত। সব্জী এবং সালাদ হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর বেশ চাহিদা। সেই টমেটো দিয়ে আজ তৈরী করেছি এক লোভনীয় পদ ডিম টমেটো।

ডিম টমেটো(Dim tomato recipe in Bengali)

#রোজকারসব্জী
#টমেটো
#Week2
টমেটো একটি ফল হলেও, সব্জী হিসেবেই সারা বিশ্বে টমেটো পরিচিত। সব্জী এবং সালাদ হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর বেশ চাহিদা। সেই টমেটো দিয়ে আজ তৈরী করেছি এক লোভনীয় পদ ডিম টমেটো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ৩ টি টমেটো
  2. ১টি ছোট পেঁয়াজ(কুচোনো)
  3. ৩টি ডিম
  4. ৩ টি কাঁচালংকা (কুচোনো)
  5. ৩ টেবিল চামচ সাদা তেল
  6. ১ টেবিল চামচ অরিগ্যানো
  7. ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স
  8. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ৩ টি টমেটোকে ছুরি দিয়ে উপরের দিকটা সামান্য কাটতে হবে ও ভিতরের টমেটোর শাশটা বের করে দিতে হবে ।

  2. 2

    এবার একটি পাত্রে ৩টি ডিম ফাটিয়ে তাতে ১টি ছোট পেঁয়াজ(কুচোনো) ও ৩ টি কাঁচালংকা (কুচোনো) দিতে হবে ।

  3. 3

    এরপর ঐ ডিমের গোলায় ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স, ১ টেবিল চামচ অরিগ্যানো ও স্বাদমতো নুন মেশাতে হবে ।

  4. 4

    তারপর ঐ ডিমের গোলায় ১ টেবিল চামচ সাদা তেল মিশিয়ে ভাল করে ফেটাতে হবে ।এরপর একটি ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ সাদা তেল গরম করতে হবে ।

  5. 5

    তেল গরম হলে তাতে শাশ বের করে রাখা টমেটো গুলো বসাতে হবে । তারপর ঐ টমেটোগুলোতে গুলে রাখা ডিমের মিশ্রণ ঢালতে হবে ও ওপর থেকে কেটে রাখা টমেটোর অংশ গুলো দিয়ে ঢেকে দিতে হবে ।

  6. 6

    এরপর আঁচ কমিয়ে ৭-১০ মিনিট ভাপিয়ে নিয়ে গরম-গরম পরিবেশন করতে হবে ডিম টমেটো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes