আটার লুচি আর আলুর দম (Attar luchi r aloor dum recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

আটার লুচি আর আলুর দম (Attar luchi r aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪-৫ জন
  1. ১ কাপ আটা
  2. ১ টেবিল চামচ সুজি
  3. ১ চিমটি নুন
  4. ১/২ চা চামচ চিনি
  5. ১/২ চা চামচ জোয়ান
  6. ১ চা চামচ কাসুরি মেথি
  7. পরিমাণ মতো সাদা তেল
  8. ৫০০ গ্রাম আলু
  9. ২ টো পেঁয়াজ কুচি
  10. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  11. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  12. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  14. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১ টা টমেটো কুচি
  16. ১ টুকরো দারচিনি
  17. ২ টো এলাচ
  18. ২-৩ টে লবঙ্গ
  19. ১ টা তেজপাতা
  20. ১/২ চা চামচ গোটা জিরা
  21. ১/২ চা চামচ কাসুরি মেথি
  22. পরিমাণ মতো সাদা তেল
  23. স্বাদ মতো নুন
  24. ১/৪ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা বড়ো পাত্রে আটা নিতে হবে তারপর তাতে নুন, চিনি, কাসুরি মেথি আর জোয়ান দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ।

  3. 3

    তার পর ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর ছোট ছোট করে লুচির মতো বেলে নিতে হবে।

  4. 4

    তারপর কড়াইতে তেল গরম করে বেশি আঁচে লুচি গুলো ভেজে নিতে হবে ।

  5. 5

    আলুর দমের জন্য আলু খোসা ছাড়িয়ে বড়ো বড়ো টুকরো করে একটু নুন দিয়ে হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে ।

  6. 6

    তারপর কড়াইতে তেল গরম করে আলু গুলো নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে । তারপর ঐ তেলে আরো একটু তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ২-৩ মিনিট ভাজতে হবে ।

  7. 7

    তারপর তাতে টমেটো কুচি দিয়ে নুন আর হলুদ দিয়ে আরো কিছু ক্ষণ নাড়তে হবে তারপর তাতে আদা রসুন বাটা, লংকা গুড়ো,জিরে গুড়ো, ধনে গুড়ো,চিনি আর সামান্য জল দিয়ে ভালোভাবে মশালার কষতে হবে ।

  8. 8

    কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা আলু গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে ১ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে ।

  9. 9

    ফুটে উঠলে আচঁটা কমিয়ে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা তুলে কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তারপর গরম গরম লুচির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Top Search in

Similar Recipes