মটন কারি (mutton curry recipe in bengali)

Sampa Guha
Sampa Guha @cook_30759727


#dona
#দৈনন্দিনরেসিপি

মটন কারি (mutton curry recipe in bengali)


#dona
#দৈনন্দিনরেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৮০০ গ্রাম মটন
  2. ৪ টা আলু
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ২ চা চামচ জিরা পাউডার
  5. ১.৫চা চামচ ধনে পাউডার
  6. ৩ টে পেঁয়াজ
  7. ১০-১৫ টা রসুন কোয়া
  8. ১/৪ কাপ দই
  9. ২ টো তেজপাতা
  10. ৪-৫ টা লবঙ্গ
  11. ৫-৬ টা গোলমরিচ
  12. ১ টুকরো দারুচিনি
  13. ২ টো বড় এলাচ
  14. ৩ টা ছোট এলাচ
  15. ১ চা চামচ ঘি
  16. ১/৪ চা চামচ জিরা
  17. ১ চা চামচ চিনি
  18. ১ চা চামচ গরম মশলা বাটা
  19. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  20. ২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  21. স্বাদ অনুযায়ী নুন
  22. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু গুলো দু ভাগে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর একটা বাউলে মটন ঢেলে পেঁয়াজ ও রসুন এর বাটা বাদ দিয়ে সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেরিনেড করে ১/২ ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে জিরা ও সব গোটা গরম মশলা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে মেরিনেড করা মটন দিয়ে দিতে হবে।

  3. 3

    তারপর হাই ফ্লেমে ৫ মিনিট রান্না করতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    মাংস কষানো হয়ে গেলে কুকারে দিয়ে ২-৩ সিটি মেরে নিতে হবে।তারপর আলু দিয়ে আরো এক সিটি মেরে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    তারপর ওর মধ্যে চিনি দিয়ে মিশিয়ে ঘি ও গরম মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Guha
Sampa Guha @cook_30759727

মন্তব্যগুলি

Similar Recipes