ভেজিটেবল চপ (Vegetable chop recipe in Bengali)

Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

ভেজিটেবল চপ (Vegetable chop recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০মিনিট
  1. ৩টে বিট (মাঝারি আকারের)
  2. ২ টো গাজর (মাঝারি আকারের)
  3. ৩ টে আলু মাঝারি আকারের (সেদ্ধ করা)
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ৩ টে কাঁচা লঙ্কা
  6. ১ চা চামচ ঘী
  7. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  8. ১ চা চামচ পাঁচফোড়ন
  9. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  10. চপের মশলার জন্য
  11. প্রয়োজন মতমৌরি,গোটা জিরে,লবঙ্গ,দারচিনি,এলাচ
  12. পরিমাণ মতোশুকনো লঙ্কা,আমচুর পাউডার
  13. পরিমাণমতোগোটা গোলমরিচ একসাথে গ্রাইন্ড করে নিতে হবে।
  14. ৩টেবিল চামচচপের কোটিংয়ের জন্যে ময়দা
  15. প্রয়োজন মতো ডিম,নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে
  16. পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস

রান্নার নির্দেশ সমূহ

৬০মিনিট
  1. 1

    তেল দিয়ে একটি প্যানটি গরম করুন,গরম হলে পাচ ফোরন দিয়ে কাচা লংকা কুচি,আদা বাটা দিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে কুচি করে কাটা বিট এবং স্বাদ মতো নুন দিন।

  2. 2

    বিটগুলি নরম হয়ে গেলে গাজর এবং প্রস্তুত করে রাখা চপের মশলা দিয়ে নাড়ুন।মাঝারি আঁচে ১০মিনিট ঢেকে রেখে রান্না করুন। ১০ মিনিট পরে ঢাকনাটি খুলুন,চিনি এবং ম্যাসড আলু দিয়ে রান্না করুন।

  3. 3

    সমস্ত সবজি ভালো মত সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেওয়ার আগে ঘী, ধনে পাতা কুচি দিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে এলে মিশ্রণ টিকে ছোট লেচি কেটে তা থেকে চপের আকার দিন। ময়দা এবং ডিমের মিশ্রণটি ডুবিয়ে ব্রেডক্র্যাম্বসের সাথে লেপ দিন এবং একটু কড়া করে ভেজে তুলে নিলেই তৈরি ভেজিটেবল চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

Similar Recipes