ইনস্ট্যান্ট পিজ্জা (instant paneer pizza recipe in Bengali)

Tanima
Tanima @cook_20234819
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. 2 টিপিজা বেস
  2. 100 গ্রামচৌকো করে কাটা পানির
  3. 1 টিচৌকো করে কাটা ক্যাপ্সিকাম
  4. 1 টিচৌকো করে কাটা পেঁয়াজ
  5. 1টেবিল চামচ পিজা হার্ব/অরিগানো
  6. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  7. 1/2 কাপচিজ
  8. 1টেবিল চামচ মাখন
  9. 1টেবিল চামচ সাদা তেল
  10. 3টেবিল চামচ টমেটো কেচপ
  11. 2টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  12. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি প্যান গরম করুন তাতে পিজা বেস টা দিন উপরে মাখন ছড়িয়ে দিন এতে পিজা নরম থাকবে।

  2. 2

    ওই একই প্যানে তেল গরম করুন তাতে পেঁয়াজ ক্যাপ্সিকাম গুলি দিন নুন দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। একটু ঢাকা দিয়ে দিন। যতক্ষণ সবজিগুলো নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়ুন।

  3. 3

    এবারে পানি দিয়ে আবার নাড়াচাড়া করুন তারপর অর্ধেক টমেটো সস অর্ধেক চিলি সস অরিগানো বা পিজা হারবস দিয়ে ভেজে নিন।

  4. 4

    এবারে আচ থেকে নামিয়ে নিন।অবশিষ্ট টমেটো কেচাপ ও সস পিজার উপরের অংশে লাগিয়ে নিন।

  5. 5

    পনির-সবজি টুকরোগুলো ওপরে সাজিয়ে নিন।অরিগানো ও পিজা হারবস এর উপরে ছড়িয়ে দিন।

  6. 6

    এবারে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন।প্যান গরম করে তার উপরে ঢিমে আঁচে 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

  7. 7

    এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Tanima
Tanima @cook_20234819

Similar Recipes