মুরগি কারি (Murgi curry recipe in Bengali)

Saheli Ghosh
Saheli Ghosh @sahelighosh

মুরগি কারি (Murgi curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ৩০০ গ্রাম চিকেন
  2. ১৪-১৫ টি কারিপাতা
  3. ২ টো পিঁয়াজ
  4. ২ চা চামচ আদা বাটা
  5. ২ চা চামচ রসুন বাটা
  6. পরিমাণ মতো বাড়ির তৈরি ভাজা মশলা (জিরে, ধনে,তেজপাতা, শুকনো লঙ্কা গুড়ো)
  7. স্বাদমতোনুন, লবণ
  8. প্রয়োজন মতসরষের তেল
  9. স্বাদমতোকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচহলুদ গুঁড়ো
  11. ২চা চামচলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ৩০০ গ্রাম চিকেন কে লেবুর রস আদা বাটা, রসুন বাটা,লবণ,সরষের তেল,হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে ১ ঘণ্টা।

  2. 2

    কড়াইতে তেল গরম হলে কারিপাতা ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    আবারো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে, এবারে ম্যারিনেট চিকেন টা দিয়ে দিতে হবে।

  4. 4

    চিকেন টা ভালো করে কষানোর পরে ভাজা মসলা দিতে হবে, সব শেষে ভাজা কারি পাতা গুলো দিয়ে একটু ঢাকা দিয়ে ৫ মিনিট পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম "মুরগী কারি"।
    গরম ভাতে বা পরোটা, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Ghosh
Saheli Ghosh @sahelighosh

Similar Recipes