চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Sumana Chakraborty
Sumana Chakraborty @cook_30823423

#fd
#week4
বন্ধু মানে মনের সবথেকে কাছের মানুষ যার মধ্যে নিজের মনের প্রতিফলন খুঁজে পাওয়া। সেই বন্ধুর জন্যে, তাই আজ তার পছন্দের চিলি চিকেন বানালাম।

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

#fd
#week4
বন্ধু মানে মনের সবথেকে কাছের মানুষ যার মধ্যে নিজের মনের প্রতিফলন খুঁজে পাওয়া। সেই বন্ধুর জন্যে, তাই আজ তার পছন্দের চিলি চিকেন বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২ জন
  1. ৩৫০ গ্রাম বোনলেস চিকেন
  2. ১ টি ডিম
  3. পরিমাণ মতলবণ
  4. ৬ টেবিল চামচ সাদা তেল
  5. ১ টি বড় পেঁয়াজ কুচি (ডাইস্ড)
  6. ২ টি মাঝারি ক্যাপ্সিকাম কুচি (ডাইস্ড)
  7. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১ .৫ চা চামচ রসুন বাটা
  10. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  11. ১ চা চামচ সোয়া সস
  12. ২ টেবিল চামচ টমেটো সস
  13. ১ .৫ চা চামচ চিলি সস
  14. ১ চা চামচ রসুন কুচি
  15. ১ চা চামচ আদা কুচি
  16. ৩ টি কাঁচা লঙ্কা
  17. ১ চা চামচ লেবুর রস
  18. ১ .৫ টেবিল চামচ ময়দা
  19. ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  20. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে, তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, লেবুর রস ও পরিমাণ মত লবণ মিশিয়ে ১ ঘন্টার মত ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    একটি কড়াই এ তেল গরম করে তাতে ম্যারিনেটেড চিকেন গুলো লালচে বাদামি করে ভেজে নিতে হবে। এরপর ঐ তেলেই পেঁয়াজ কুচি, আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভালো ভাবে ২ মিনিট ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। এরপর পেঁয়াজ ও ক্যাপ্সিকাম কুচি (ডাইস্ড করা) দিয়ে ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নিয়ে, তাতে সোয়া সস, টমেটো সস, চিলি সস, পরিমাণ মত লবণ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এরপর ভেজে রাখা চিকেন গুলো দিয়ে ভালো ভাবে নেড়ে পরিমাণ মত জল দিয়ে,ঢাকা দিতে হবে।

  3. 3

    কিছু সময় পর ঢাকা খুলে, কাঁচা লঙ্কা কুচি (স্লিট করা) দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, গ্রেভিটা একটু শুকিয়ে এলে, একটা সার্ভিং বাটিতে ঢেলে নিতে হবে। এখন পরিবেশনার জন্য তৈরি ' চিলি চিকেন'।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Chakraborty
Sumana Chakraborty @cook_30823423

মন্তব্যগুলি (4)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes