পনির স্টাফড ফ্রক পকোড়া (Paneer stuffed frock pakoda recipe in Bengali)

Jayita Barman
Jayita Barman @cook_30218093

#নানা স্বাদের পকোড়া
#BhojerSaatKahon

পনির স্টাফড ফ্রক পকোড়া (Paneer stuffed frock pakoda recipe in Bengali)

#নানা স্বাদের পকোড়া
#BhojerSaatKahon

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় - ৩৫ মিনিট
৫-৬জনের জন্য
  1. সাদা মণ্ড তৈরির জন্য
  2. ২০০ গ্রাম ময়দা
  3. ১/২ চা চামচ জোয়ান
  4. ১ টেবিল চামচ নুন
  5. ৫০ গ্রাম ঘি
  6. সবুজ মণ্ড তৈরির জন্য
  7. ১/২ কাপ ময়দা
  8. ২ টেবিল চামচ ঘি
  9. ১ টেবিল চামচ জোয়ান
  10. ১ টেবিল চামচ সবুজ ফুড কালার
  11. পুর বানানোর উপকরণ
  12. ১/২ কাপ পনির
  13. ১টেবিল চামচ জিরে
  14. ৪ টে শুকনো লঙ্কা
  15. ১ টেবিল চামচ গোটা গোলমরিচ
  16. ৪ টি মাঝারি সাইজের সিদ্ধ আলু

রান্নার নির্দেশ সমূহ

সময় - ৩৫ মিনিট
  1. 1

    প্রথমে সাদা মণ্ড তৈরির জন্য ময়দা, জোয়ান,নুন দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো।

  2. 2

    পুর তৈরীর জন্য প্রথমে মিক্সিতে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা ও গোটা গোলমরিচ এর একটি রোস্টেড মসলা তৈরি করা হলো ।

  3. 3

    এরপর একটি কড়াইয়ে তেল নিয়ে তা গরম হলে একটি কাঁচা লঙ্কা, চারটে মাঝারি সাইজের সিদ্ধ আলু,১/২ কাপ পনীর,১ টেবিলচামচ নুন, ১/২ টেবিল-চামচ আমচুর পাউডার ও আগে থেকে তৈরি করা রোস্টেড ভাজা মশলা দিয়ে, পকোড়ার পুর তৈরি করা হলো।

  4. 4

    সাদা ও সবুজ মণ্ড তৈরি করার পর থেকে কুড়ি মিনিট রেখে দেওয়া হল।

  5. 5

    এরপর সাদা মণ্ড কে লুচির আকারে গোল করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে আয়তাকার আকৃতিতে কেটে নেওয়া হলো।

  6. 6

    এরপর আয়তাকার করে কেটে নেওয়া অংশটিকে সুন্দর করে মুড়ে নিয়ে একটি ফ্রকের আকারে করে নেওয়া হলো।

  7. 7

    এরপর এইরকম দুটো অংশ তৈরি করে মাঝে পনিরের পুর দেওয়া হল।

  8. 8

    ফ্রকের ডেকোরেশনের জন্য সবুজ মণ্ড থেকে ছোট ছোট গোলাপের আকৃতিতে ফুল তৈরি করে নেওয়া হলো।

  9. 9

    এবার তৈরি করা ফুলগুলি ময়দার টেস্ট এর সাহায্যে ফ্রকে টুথপিক দিয়ে আটকানো হল।

  10. 10

    এরপর কড়াইতে তেল দিয়ে একে একে সব ক'টি পুর ভরা ফ্রক কে ভেজে নেওয়া হলো।

  11. 11
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayita Barman
Jayita Barman @cook_30218093

Similar Recipes