পমফ্রেট ঘি রোস্ট(তন্দুরি স্টাইল)ই(pomfret ghee roast recipe in Bengali)

Tina Majumdar Kundu
Tina Majumdar Kundu @Tina96

পমফ্রেট ঘি রোস্ট(তন্দুরি স্টাইল)ই(pomfret ghee roast recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. 2 টো পমফ্রেট মাছ(গোটা)
  2. 1 টা ছোট পেঁয়াজ(বাটা)
  3. 1 চা চামচআদা (বাটা)
  4. 3-4 কোয়ারসুন (বাটা)
  5. 2টো কাঁচা লঙ্কা
  6. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  7. 1/2 চা চামচধনে গুঁড়ো
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/2 চা চামচগোল মরিচ গুঁড়ো
  10. 1/2 চা চামচগরম মসলা পাউডার
  11. 1/2চা চামচকাশ্মীর লঙ্কার গুঁড়ো
  12. প্রয়োজন অনুযায়ীধনে পাতা
  13. 1 চা চামচবেসন
  14. 1/2 চা চামচকর্নফ্লাওয়ার
  15. স্বাদ মতলবণ
  16. স্বাদ মতলেবু
  17. পরিমাণ মতসাদা তেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমেই মাছ দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝে দুটো করে চিরে নিতে হবে যাতে ভিতরে ভালো করে মশলা ঢোকে

  2. 2

    তারপর মাছ গুলোর মধ্যে দু চামচ লেবুর রস আর স্বাদ মতো লবণ দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে

  3. 3

    এরপর আদা পেঁয়াজ রসুন আর কাচা লঙ্কা বাটা টা মাছের গায়ে ভালো করে মাখিয়ে তার মধ্যে জিরে, ধনে, হলুদ, গোলমরিচ, গরম মসলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সামান্য একটু তেল দিয়ে রেখে দিতে হবে কিছু ক্ষণ এর জন্য

  4. 4

    এরপর বেসন আর কর্নফ্লাওয়ার এর একটা বাটার বানাতে হবে তার মধ্যে সামান্য একটু লবণ দেবেন স্বাদ এর জন্য

  5. 5

    এবারে ননস্টিক এ সামান্য তেল আর দু চামচ ঘী দিয়ে গরম হলে ম্যারিনেট করে রাখা মাছ গুলো বাটার এ ভালো করে মাখিয়ে তেল এ দিতে হবে

  6. 6

    এক সাইড ভালো করে করে সেকা হলে আবার আসতে করে উল্টো পিঠ করে দিতে হবে.. মিডিয়াম ফ্লেমে এ করবেন যাতে মাছ টা ভালো মতো ভিতর টা সেদ্ধ হয়,

  7. 7

    শেষে ফ্লেমে একটু হাই তে করে দু সাইড পুড়িয়ে নেবেন যাতে তান্দুরি স্টাইল মনে হয়, ব্যাস তাহলেই রেডি পমফ্রেট ঘী রোস্ট. গরম গরম সার্ভ করুন পেঁয়াজ কাচা লঙ্কা দিয়ে🙏

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tina Majumdar Kundu

Similar Recipes