চিংড়ির ঘি রোস্ট (prawn ghee roast recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ebook2
বাংলা নববর্ষের রেসিপি

বাঙালির নববর্ষের সাথে কিছু কিছু জিনিস বড্ড জড়িয়ে । সকালে নতুন হালখাতার পুজো করে দুপুরে স্পেশাল পদসহ ভুড়িভোজ না করলে দিনটা ই অসম্পূর্ণ । আমার বাড়ির নববর্ষ স্পেশাল কিছু রেসিপির মধ্যে প্রথম শেয়ার করলাম চিংড়ির ঘি রোস্ট । এটা অত্যন্ত সুস্বাদু একটি পদ।

চিংড়ির ঘি রোস্ট (prawn ghee roast recipe in bengali)

#ebook2
বাংলা নববর্ষের রেসিপি

বাঙালির নববর্ষের সাথে কিছু কিছু জিনিস বড্ড জড়িয়ে । সকালে নতুন হালখাতার পুজো করে দুপুরে স্পেশাল পদসহ ভুড়িভোজ না করলে দিনটা ই অসম্পূর্ণ । আমার বাড়ির নববর্ষ স্পেশাল কিছু রেসিপির মধ্যে প্রথম শেয়ার করলাম চিংড়ির ঘি রোস্ট । এটা অত্যন্ত সুস্বাদু একটি পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2জন
  1. ৪০০ গ্রাম চিংড়ি
  2. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. ২টেবিল চামচ লেবুর রস
  5. রোস্ট মশলা বানাবার জন্য
  6. ১টেবিল চামচ গোটা ধনে
  7. ১চা চামচগোল মরিচ
  8. ১চা চামচ গোটা সর্ষে
  9. ১/২ চা চামচ গোটা মেথি
  10. ১/২ চা চামচ গোটা জিরে
  11. ২টি শুকনো লঙ্কা
  12. গ্রেভির জন্য
  13. ৩টেবিল চামচ ঘি
  14. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  15. ২চা চামচ রসুন বাটা
  16. ১টেবিল চামচ টমাটো পিউরি
  17. ৩-৪টি কাঁচা লঙ্কা
  18. স্বাদমতোনুন ও চিনি
  19. ১০টা কারিপাতা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চিংড়ি ভালো করে ধুয়ে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিন ১৫-২০ মিনিট ।

  2. 2

    একটা প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো একটু হালকা আঁচে ২-৩মিনিট নেড়ে নিয়ে আলাদা করে তুলে রাখুন ।

  3. 3

    এবার বাকি ঘি টা প্যানে দিয়ে এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু চিনি দিয়ে নাড়তে থাকুন ।

  4. 4

    রোস্টের মশলাগুলো মিক্সি তে গুড়ো করে নিতে হবে । প্যানে টমাটো পিউরি দিয়ে তারপর রোস্ট মশলা দিয়ে মশলা টা ভালো করে কষাতে থাকুন । মশলা থেকে তেল ছাড়তে থাকলে চিংড়ি আর কারি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।

  5. 5

    স্বাদমতো নুন ও অল্প একটু জল দিন । ২মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন । ব্যাস রেডি হয়ে গেল চিংড়ির ঘি রোস্ট ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

মন্তব্যগুলি (4)

Similar Recipes