কসুরি মেথি চিকেন (kasuri methi chicken recipe in Bengali)

Subhajit Chatterjee
Subhajit Chatterjee @Subhajit

কসুরি মেথি চিকেন (kasuri methi chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 সারভিংস
  1. 250 গ্রামচিকেন
  2. 1 চা চামচআদা বাটা
  3. 1 টেবিল চামচপেঁয়াজ বাটা
  4. 1 চা চামচ রসুন বাটা
  5. 1 চা চামচ জিরা ও ধনের গুঁড়ো
  6. 1 টিপেঁয়াজ কুচি
  7. 1 টিটমেটো কুচি
  8. 1 চা চামচগোটা জিরে
  9. 1/2 শুকনো লঙ্কা
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদ মতলবণ
  12. 2 চা চামচকসুরি মেথি
  13. 2 টেবিল চামচসর্ষের তেল
  14. 1 চা চামচকাশ্মীরী রেড চিলি পাউডার

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে চিকেন টা ভালো করে ধুয়ে আদা পেঁয়াজ ও রসুন বাটা জিরেগুঁড়ো ধনেগুঁড়ো স্বাদমতো লবণ অল্প হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে দু'ঘণ্টা

  2. 2

    এবার কড়াইয়ে গরম করে তারমধ্যে সর্ষের তেল দিয়ে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফরন দিতে হবে।

  3. 3

    ফোড়ন টা ভাজা হলে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভাজতে হবে। অল্প লবণ হলুদ ও কাশ্মীরে চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ম্যারিনেট করে রাখা চিকেন ওর মধ্যে ঢেলে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটা নেরে দিতে হবে।

  5. 5

    চিকেনটা সিদ্ধ হয়ে এলে তিন চামচ দুধ ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার নামাবার আগে কসৌরি মেথি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ।

  7. 7

    তৈরি হয়ে গেল সুস্বদু কাসরি চিকেন। গরম ভাত অথবা রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhajit Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes