টমেটো ভর্তা (Tomato bharta recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

টমেটো দিয়ে অনেক কিছু হয় , আর মুখরোচক হয় , আমি বাড়ির লোকজন এর পছন্দের তালিকা অনুযায়ী এই টমেটো ভর্তা বানিয়েছি।

টমেটো ভর্তা (Tomato bharta recipe in Bengali)

টমেটো দিয়ে অনেক কিছু হয় , আর মুখরোচক হয় , আমি বাড়ির লোকজন এর পছন্দের তালিকা অনুযায়ী এই টমেটো ভর্তা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৫ জন
  1. ৮ টি মিডিয়াম সাইজের টমেটো
  2. ১ টি বড় পেঁয়াজ
  3. ৪ টি শুকনো লঙ্কা
  4. প্রয়োজন অনুযায়ীধনেপাতা
  5. ১০ টি রসুনের কোয়া
  6. ৪ চা চামচ সর্ষের তেল
  7. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    গোটা টমেটো ধুয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে টমেটো গুলো সাজিয়ে দিতে হবে,গ্যাস মিডিয়াম রাখতে হবে।

  2. 2

    ভালো করে একপিট হয়ে গেলে অপর পিট উল্টিয়ে দিতে হবে,.....ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    ওই তেলে ভেজে নিতে হবে রসুন,শুকনো লঙ্কা,পিয়াজ।

  4. 4

    এবার রেডি করে নিতে হবে সব ভাজা জিনিস ও ধনেপাতা কুচি,.....ভাজা লঙ্কা ও ভাজা রসুন ভালো করে মিক্স করে নিতে হবে।

  5. 5

    এবার টমেটো ভালো করে মেখে নিতে হবে,আর তাতে একে একে সব দিয়ে দিতে হবে।

  6. 6

    স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে,পরিবেশন করতে হবে,....এই রেসিপিটি গরম ভাতে ভীষণ ভালো লাগবে।বন্ধুদের বানানোর জন্যে অনুরোধ রইলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes