পটল চিংড়ির চচ্চড়ি (Potol chingrir chorchori recipe in Bengali)

Suchismita Barman
Suchismita Barman @cook_30992213

পটল চিঙড়ি র চচ্চড়ি
#শাড়ীকাহণ #কুকপ্যাড #Sarekahon

পটল চিংড়ির চচ্চড়ি (Potol chingrir chorchori recipe in Bengali)

পটল চিঙড়ি র চচ্চড়ি
#শাড়ীকাহণ #কুকপ্যাড #Sarekahon

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ১০/১২টাপটল
  2. ২৫০ গ্রামচিংড়ি মাঝারী সাইজেরমতো
  3. ২ টোপেঁয়াজ বড়ো
  4. ৪টেরসুন কুচি
  5. ১টিটমেটো
  6. ৩/৪ টিকাঁচা লঙ্কা
  7. প্রয়োজন অনুযায়ীসরষের তেল
  8. ১ চা চামচ করে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো,
  9. স্বাদমত লবণ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    পটল কে ধুয়ে পছন্দ মতো করে কেটে নিন।

  2. 2

    চিঙড়ী কেও ধূয়ে কড়া তে হালকা করে ভেজে তুলুন। আর তারপর পটল গুলোকেও হালকাভাবে ভেজে নিন।

  3. 3

    পেয়াঁজ,টমেটো বড় করে কেটে নিন আর লঙ্কা চিড়ে রাখুন।

  4. 4

    ওই চিঙড়ি ভাজা তেলে কাঁচা লঙ্কা, রসুন কুচি ফোড়ন দিয়ে একে একে পেয়াঁজ লাল করে টমেটো দিয়ে দিন, এবার লবণ স্বাদ মত মিশিয়ে কষে নিন।

  5. 5

    ভাজা পটল গুলোকেও দিন, এবার শুকনো মশলা গুলো দিয়ে ঢাকনা দিয়ে কম আগুন এ সেদ্ধ করুন।

  6. 6

    সেদ্ধ হয়ে গেলে চিঙড়ি টা দিন। ভালো করে নেড়েচেড়ে আবারো একবার ঢাকা দিন। ১০ মিনিট রেখে বেশ শুকনো আর রসা মতো হবে তখন ১চা চামচ কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিন। রেডি হয়ে গেল ডিশ টি। সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suchismita Barman
Suchismita Barman @cook_30992213

Similar Recipes