পটল চিংড়ি (potol chingri recipe in Bengali)

Soma Pal
Soma Pal @shyamoli

#ebook2
#জামাইষষ্ঠী
পটল দিয়ে চিংড়ি খেতে খুবই ভালো লাগে।আর জামাইষষ্ঠী দিনের এমন একটি রেসিপিতো করতেই হবে।

পটল চিংড়ি (potol chingri recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
পটল দিয়ে চিংড়ি খেতে খুবই ভালো লাগে।আর জামাইষষ্ঠী দিনের এমন একটি রেসিপিতো করতেই হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ৫ টা পটল
  2. ১ টা বড় আলু
  3. ২০০ গ্ৰাম বড়ো চিংড়ি
  4. ১কাপ টক দ‌ই
  5. ১টা পেঁয়াজ কুচি
  6. ২ টেবিল চামচ পেঁয়াজ,আদা,রসুন বাটা
  7. ১ চা চামচ জিরা,ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ গরম মশলা
  9. স্বাদ মতো নুন
  10. প্রয়োজন মতোতেল
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পটল‌,আলু ও চিংড়ি মাছ ভেজে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হলে টম্যাটো দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  3. 3

    এরপর তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন বাটা,জিরা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে এবং এর মধ্যে টক দ‌ই টা দিয়ে দিতে হবে।

  4. 4

    কষা হলে তাতে আলু, পটল ও চিংড়ি মাছ ভেজে রাখা গুলো দিয়ে এবং স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ কষতে হবে।

  5. 5

    এরপর প্রয়োজন মতো জল দিয়ে ফোটাতে হবে এবং নামাবার সময় গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Pal
Soma Pal @shyamoli

Similar Recipes