কাঁচকলার কোপ্তা কারী (Kanchkalar kofta curry recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#ebook06
#week6
কাঁচকলার কোপ্তা খুবই সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি । আজ আমি পিঁয়াজ, রসুন দিয়ে করেছি । এটি নিরামিষ ভাবেও করা যায় । ভাত , রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায় ।

কাঁচকলার কোপ্তা কারী (Kanchkalar kofta curry recipe in bengali)

#ebook06
#week6
কাঁচকলার কোপ্তা খুবই সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি । আজ আমি পিঁয়াজ, রসুন দিয়ে করেছি । এটি নিরামিষ ভাবেও করা যায় । ভাত , রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
4 জন
  1. 3 টিমাঝারি সাইজ কাঁচকলা
  2. 1 টিআলু
  3. 1 কাপবেসন
  4. 1 চা চামচজিরা গুঁড়ো
  5. 1 চা চামচধনেগুঁড়ো
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদমতোনুন
  8. 1 টিটমেটো পিউরি
  9. 1টেবিল চামচ দই
  10. 4 টিকাঁচালঙ্কা বাঁটা
  11. 1 টিপিঁয়াজ ও 6 কোয়া রসুন একসাথে বাটা
  12. 2 চা চামচধনেপাতা
  13. 1/2 চামচগরম মশলা গুঁড়ো
  14. 1 চা চামচফ্রেশ ক্রীম
  15. 2 টিশুকনো লঙ্কা ও 1 টি তেজপাতা
  16. 2 চা চামচধনেপাতা
  17. 2 চা চামচপিঁয়াজ কুচি
  18. পরিমাণ মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে ছাল ছাড়িয়ে কাঁচকলা ও আলু সেদ্ধ করে নিতে হবে । ঠান্ডা হলে জল ঝরিয়ে চটকে নিতে হবে ।

  2. 2

    কাঁচকলা ও আলুর সাথে অল্প পিঁয়াজ কুচি, কাঁচালঙ্কা বাটা, চিলি ফ্ল্যাকস, নুন, গোলমরিচ, পানমৌরি,বেসন,বেকিং সোডা ও হলুদ গুঁড়ো দিয়ে সব একসাথে চটকে মিশিয়ে ভালো ভাবে মেখে নিতে হবে । এরপর ছোট ছোট বল বানিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার কড়াতে তেল গরম করে মাঝারি আঁচে ওই বল গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    এখন কড়াতে দেড় চা চামচ সাদা তেল রেখে, এক চিমটি জিরা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য পিঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাকী পিঁয়াজ, রসুন বাটা কাঁচালঙ্কা বাটা দিতে হবে । দুমিনিট কষিয়ে জিরাগুঁড়ো,ধনেগুঁড়ো,নুন, হলুদ ও সামান্য কাশ্মীরী লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে টমেটো পিউরি দিয়ে ভালো করে কষে এককাপ গরম জল দিয়ে ফুটতে দিতে হবে ।

  5. 5

    দু মিনিট ফুটলেই গ্যাস বন্ধ করে কোফতা গুলো দিয়ে দিতে হবে । উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে । আমি কাঁচকলার কোফতা প্লেটে সাজিয়ে উপরে ফ্রেশক্রীম ছড়িয়ে দিয়েছি । এবার গরম গরম পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes