কাঁচকলার শাহী কোপ্তা কারি (kanchkalar shahi kopta curry recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

কাঁচকলার শাহী কোপ্তা কারি (kanchkalar shahi kopta curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ১ টা কাঁচকলা
  2. ১ টা কাঁচকলা
  3. ১ টা ছোট আলু
  4. ১ টা ছোট আলু
  5. ১০ টা কাজু বাদাম
  6. ১০ টা কাজু বাদাম
  7. ১.৫ টেবিল চামচ তিল
  8. ১.৫ টেবিল চামচ তিল
  9. ১ টেবিল চামচ টক দই
  10. ১ টেবিল চামচ টক দই
  11. প্রয়োজন মততেল
  12. পরিমাণ মতো তেল
  13. স্বাদমতোলবণ
  14. স্বাদমতোলবণ
  15. স্বাদমতোসামান্য চিনি
  16. ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  17. ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  18. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  19. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  20. ১/৩ চা চামচ সাদা জিরে
  21. ১/৩ চা চামচ সাদা জিরে
  22. ১ টা শুকনো লঙ্কা
  23. ১ টা শুকনো লঙ্কা
  24. পরিমাণ মতসামান্য গরম মসলা গুঁড়ো
  25. প্রয়োজন মতসামান্য গরম মসলা গুঁড়ো
  26. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  27. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  28. ১/৩ চা চামচ ধনিয়া গুঁড়ো
  29. ১/৩ চা চামচ ধনিয়া গুঁড়ো
  30. ১ টা পেঁয়াজ বাটা
  31. ১ টা পেঁয়াজ বাটা
  32. ৬ কোয়া রসুন বাটা
  33. ৬ কোয়া রসুন বাটা
  34. ১/২ চা চামচ আদা বাটা
  35. ১/২ চা চামচ আদা বাটা
  36. ৪টে কাঁচা লঙ্কা বাটা
  37. ৪টে কাঁচা লঙ্কা বাটা
  38. ২ চা চামচ ময়দা
  39. ২ চা চামচ ময়দা
  40. ২ চা চামচ কনফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    কাঁচকলা ও আলু সেদ্ধ করে চটকে নিতে হবে

  2. 2

    কাঁচকলা আলুর সঙ্গে অল্প পেঁয়াজ বাটা,লবণ, অল্প আদাবাটা, অল্প রসুন বাটা ও অল্প লঙ্কা বাটা দিয়ে ভাল করে মেখে নিতে হবে। ছোট ছোট বল বানিয়ে নিতে হবে।তেল গরম করে তাতে ওই ছোট ছোট বলগুলো চ্যাপ্টা করে নিয়ে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ১&১/২ টেবিল চামচ সাদা তেলে জিরা ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে নেড়েচেড়ে বাকি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও লঙ্কা বাটা দিয়ে কষিয়ে, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়োগরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে।

  4. 4

    এবার টক দই ও অল্প চিনি দিয়ে এক মিনিট পর কাজু বাদাম ও তিল বাটা দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে ফুটলে ফ্রেশ ক্রিম দিয়ে ১ মিনিট ফুটিয়ে কোপ্তা দিয়ে ৩০ সেকেন্ড পর ধনেপাতা কুচি দিয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Similar Recipes