কাঁচকলার কোফতা কারি (kach kolar kofta curry recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#GA4
#Week10

এ সপ্তাহের ধাঁধা থেকে আমি কোফতা বেছে নিয়েছি। কাঁচকলার কোফতা খুবই সুস্বাদু। এটি পুষ্টিকর এবং বানানো খুব সহজ।

কাঁচকলার কোফতা কারি (kach kolar kofta curry recipe in bengali)

#GA4
#Week10

এ সপ্তাহের ধাঁধা থেকে আমি কোফতা বেছে নিয়েছি। কাঁচকলার কোফতা খুবই সুস্বাদু। এটি পুষ্টিকর এবং বানানো খুব সহজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. 5 টিকাঁচকলা
  2. 1 টিবড় সাইজের আলু
  3. 1টেবিল চামচ বেসন
  4. 2 চা চামচজিরা গুড়ো
  5. স্বাদমতোনুন ও চিনি
  6. 1 চা চামচহলুদ গুড়ো
  7. 8-10 টিকাজু বাদাম
  8. 1 টিটমাটো
  9. 1 ইঞ্চিআদার টুকরো
  10. 1 চা চামচশুকনো লঙ্কা গুড়ো
  11. 1 চা চামচঘি
  12. 2 চা চামচগরম মসলা
  13. 1 কাপসাদা তেল ভাজার জন্য
  14. 2টেবিল চামচ সর্ষের তেল
  15. 1 চা চামচপাঁচ ফোড়ন
  16. 1-2 টিতেজপাতা
  17. 1টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে কাঁচকলা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন, হলুদ, জিরে, গরম মসলা, বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    এবার ঐ মিশ্রণ থেকে একটু করে নিয়ে কোফতাগুলো ভেজে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মিক্সিতে আগে থেকে তৈরি করা আদা, টমাটো, কাজুবাদামের পেস্টটা দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে মসলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়।

  4. 4

    এরপর গ্রেভিতে স্বাদমতো নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে কোফতাগুলো দিয়ে দিতে হবে। কোফতাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘি, গরম মসলা গুড়ো দিয়ে, ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেলে সুস্বাদু কাঁচকলার কোফতা। ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

Similar Recipes