মাছের ডিমের ঝুরা(macher dimer jhura recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27


#as
#week2
বর্ষাকালে মাছের ডিমটা সহজেই পাওয়া যায়,আর এই পদটি ও সহজেই তৈরি করা যায়।

মাছের ডিমের ঝুরা(macher dimer jhura recipe in Bengali)


#as
#week2
বর্ষাকালে মাছের ডিমটা সহজেই পাওয়া যায়,আর এই পদটি ও সহজেই তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ১৫০-২০০ গ্ৰাম মাছের ডিম
  2. ১টা পেঁয়াজ কুচি
  3. ৫-৬টা/স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি
  4. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. পরিমাণ মততেল
  8. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  9. প্রয়োজন অনুযায়ীজল
  10. ১/২ চা চামচ কালোজিরা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে কাঁচা মাছের ডিম টা দিয়ে জল,নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ফুটতে দিতে হবে।

  2. 2

    উপরের উপকরণ গুলো এমন করে দিতে হবে যাতে ডিম সেদ্ধ হয়ে ঝুরঝুরে হয়ে যায়।জল শুকিয়ে যায়।পরে আর নুন দেওয়ার দরকার নেই। ভালো করে নাড়তে হবে তাহলেই ডিম গুলো ঝুরঝুরে হয়ে যাবে।

  3. 3

    এবার একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিতে হবে।

  4. 4

    সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে ভাজতে হবে।ভাজা হলে ঐ ঝুরঝুরে ডিম সেদ্ধ টা মেশাতে হবে।

  5. 5

    ভালো করে ভেজে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।এই সময় নুন টা কম মনে হলে মেশানো যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes